Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

দক্ষিণবঙ্গে যেমন বৃষ্টি হবে, তেমনই উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে

banner

journalist Name : প্রিয়াশ্রী

#Pravati Sangbad Digital:

দেশপ্রিয় পার্কে কখনও বিশাল প্রতিমা, কখনও অভিনব থিম বরাবরই রেকর্ড গড়ার অভ্যাস রয়েছে এই ক্লাবের। এবারে পুজোর প্রাক্কালে তারা যোগ করল আরও এক নতুন পালক। একসঙ্গে ৬৭০ জন মহিলা শঙ্খ বাজিয়ে গড়লেন নজির, যা জায়গা করে নিল এশিয়া বুক অফ রেকর্ডস এবং ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে।

দেশপ্রিয় পার্ক দুর্গোৎসবের সম্পাদক সুদীপ্ত কুমার বলেন, এবার মণ্ডপে ১৭০ ফুট লম্বা নৌকার প্রতিরূপ তৈরি হয়েছে। তার পাশাপাশি ৬৭০ মহিলার সম্মিলিত শঙ্খধ্বনিতে যে রেকর্ড গড়া হল, সেটা নিঃসন্দেহে স্মরণীয় হয়ে থাকবে। দেশপ্রিয় পার্ক বোধহয় রেকর্ড তৈরির জন্যই তৈরি হয়েছে। এশিয়া কাপের ট্রফি নিয়ে পালিয়েছে পাকিস্তান!

আজ সপ্তমীতে বৃষ্টি না হলেও, নিম্নচাপের ফাঁড়া কিন্তু কেটে যায়নি। আন্দামান সাগরের উপরে একটি ঘূর্ণাবত তৈরি হবে বলেই জানিয়েছে আবহাওয়া অফিস। এই ঘূর্ণাবর্ত ঘনীভূত হবে ৩০ সেপ্টেম্বর, অষ্টমীতে।এর প্রভাবে মধ্য এবং উত্তর বঙ্গোপসাগরের এলাকায় একটি নিম্নচাপ তৈরির সম্ভবনা রয়েছে ১ তারিখ অর্থাৎ নবমীর দিন। এই নিম্নচাপের জেরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে নবমী, দশমী ও একাদশীতে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাদশীতে। কলকাতা সহ ১১টি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।                          

দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে হতে পারে দক্ষিণবঙ্গের চার জেলায়— দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। এই চার জেলায় বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে।

অষ্টমীতে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গে যেমন বৃষ্টি হবে, তেমনই উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেরও ৫ জেলায়, দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। দশমীতে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও সিকিমে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একাদশীতে উত্তরের সব জেলায় ভারী বৃষ্টি হতে পারে। 

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

সংস্কৃতি উৎসব কলকাতা
Related News