Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

উত্তরপ্রদেশের ভোট প্রচারে চলছে উপঢৌকন দেওয়ার পালা

banner

journalist Name : Aditi Sarker

#Pravati Sangbad Digital Desk:

উত্তরপ্রদেশে ভোট আসন্ন। আগামী ১০ ই ফেব্রুয়ারী উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট অনুষ্ঠিত হবে। এই উত্তরপ্রদেশ হল দেশের সবথেকে বেশি জনবহুল রাজ্য। তাই ভোট প্রচারেও থাকবে নতুন চমক। ভোটের আগে প্রতিটি রাজনৈতিক দলই নিজের মত করে ভোট আদায় এর জন্য উপঢৌকন দিয়ে থাকেন। ঠিক তেমনই ভোট প্রচারের আগে সুরাটের একটি শাড়ি তৈরির কারখানায় চলছে আমাদের প্রধানমন্ত্রী মোদীজি এবং যোগীর ছবি দেওয়া এক বিশেষ ধরণের শাড়ি।
বিগত বছরের কৃষক আন্দোলনের জন্য উত্তরপ্রদেশের কিছুটা অংশে বিজেপি তার জনপ্রিয়তা কমিয়ে ফেলেছে। সেই দিকটা মাথায় রেখে ২০২১ সালে প্রধানমন্ত্রী মোদীজি আসন্ন নির্বাচনের কথা মাথায় রেখে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেছিলেন। গোরক্ষপুরে মোদী একটি সার উৎপাদক কারখানা সহ বড় তিনটি প্রকল্প উদ্বোধন করছিলেন। জানা গিয়েছে, ৮ হাজার ৬০৩ কোটি টাকা খরচ হয়েছে এই সার উৎপাদন কারখানাটি তৈরি করতে। গোরক্ষপুর এইমস তৈরি করতে লেগেছে ১ হাজার ১১ কোটি টাকা। আর এই এইমস-এ পূর্ব উত্তরপ্রদেশ ছাড়াও বিহার, ঝাড়খণ্ড, নেপালের মানুষরাও এখানে চিকিৎসা পাবেন।
যোগী আদিত্যনাথকে উত্তরপ্রদেশ তথা সারা ভারতের হিন্দু রাজনীতির “পোস্টার বয়” বলা হয়। তাকে নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর ছড়িয়েছিল, তিনি অযোধ্যা থেকে ভোট লড়বেন। আরও খবর রটেছিল যে, যোগী আদিত্যনাথ তার কাছের মানুষদের স্মার্ট ফোন বিলি করিয়েছেন, যাতে ভোট যুদ্ধে জিততে অসুবিধা না হয়।  কিন্তু তেমনটা তিনি করেননি, তা প্রমাণিত। কারণ তিনি সকলের থেকে আলাদা। তার সবথেকে বড় কারণ যোগী আদিত্যনাথ শুধু রাজনৈতিক ব্যক্তিক্ত্ব নন; তিনি একজন ধার্মিক ব্যক্তি। খুব কম বয়েসে তিনি সন্ন্যাসী হয়েছেন। বাড়ি ছেড়ে তিনি গোরক্ষপুরে আশ্রয় নিয়েছেন। তিনি প্রধানমন্ত্রীর পছন্দকেও প্রত্যাখান করেছেন, এমন নজিরও আছে আমাদের কাছে। তবে শেষপর্যন্ত যোগী আদিত্যানাথ গোরক্ষপুর থেকেই ভোট লড়ছেন, এমন খবর জানা যায়।

উত্তরপ্রদেশে আসন্ন ভোটের আগে যোগী-মোদীর ছবি দেওয়া শাড়ি তৈরি হচ্ছে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে সেই শাড়ির ছবি। অনেকে বলছেন এই শাড়িগুলি উত্তরপ্রদেশের মেয়েদের জন্য বিতরণ করা হবে। তবে বিজেপির পক্ষ থেকে এখনও এই বিষয়ে স্পষ্ট কোন বক্তব্য রাখেননি। যোগী- মোদীর ছবি  দেওয়া শাড়ি ছাড়াও তৈরি হচ্ছে বিজিপির চিহ্ন পদ্মফুলের ছবি দিয়ে শাড়ি। আবার কিছু শাড়িতে স্লোগান দেওয়া আছে, আমরা তাদেরই ক্ষমতায় নিয়ে আসব যারা ভগবান শ্রী রামচন্দ্রকে অযোধ্যয় ফিরিয়ে আনবেন। ২০২২ সালের ভোট নির্বাচনে বিজেপির দুটি অস্ত্রের মধ্যে একটি গুরুত্বপূর্ণ হল “রামমন্দির”। ২০২০ সালে মোদী নিজে  আদিত্যনাথ যোগীর সাথে রামমন্দিরের এর ভূমি পুজো করেছেন। এবারের ভোট প্রচারে বিজেপির কাছে সবথেকে গুরুত্বপূর্ণ ইস্যু হল “রামমন্দির”।

উত্তরপ্রদেশে নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখে সুশীল চন্দ্র জানিয়েছেন, উত্তরপ্রদেশের অন্তত পক্ষে ৮০০ টি পোলিং বুথ মহিলাদের দ্বারা পরিচালিত হবে। নির্বাচন কমিশনার বলেন, ভোটার কার্ড ছাড়াও ১১ টি ভোটার পরিচিতির নথি হিসাবে গণ্য করা হবে। এছাড়া তিনি বলেন প্রতিটি বুথেই থাকবে ভিভিপ্যাট। যোগীরাজ্যে নির্বাচনী প্রক্রিয়া স্বচ্ছ্ব থাকার জন্য ১ লাখ পোলিং ওয়েবকাস্টের ব্যবস্থা থাকবে বলে জানান আদিত্যনাথ যোগী।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

দেশ ব্যক্তিত্ব রাজনৈতিক সামাজিক
Related News