Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

৭০ দিনের মাথায় মাধ্যমিকের ফলপ্রকাশ, মেধাতালিকায় কলকাতাকে টপকে জেলার দাপট

banner

journalist Name : Bidisha Karmakar

#Pravati Sangbad Digital Desk :

মাত্র ৭০ দিনের মাথায় প্রকাশিত হল এবারের পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষা ২০২৫-এর ফলাফল। এবারে রাজ্যের বিভিন্ন জেলা শহর মেধাতালিকায় কলকাতাকে কার্যত টেক্কা দিয়েছে। প্রকাশিত সম্ভাব্য ফলাফলে দেখা যাচ্ছে, প্রথম দশে রয়েছেন মোট ৬৬ জন ছাত্রছাত্রী। উল্লেখযোগ্যভাবে, এই তালিকায় জেলার বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আধিপত্য চোখে পড়ার মতো।

প্রথম:  অদৃত সরকার (রায়গঞ্জ করোনেশন হাইস্কুল)। প্রাপ্ত নম্বর – ৬৯৬ (৯৯.৪৩ শতাংশ)।

দ্বিতীয়: অনুভব বিশ্বাস (রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির),  সৌম্য পাল (বিষ্ণুপুর হাইস্কুল)। প্রাপ্ত নম্বর – ৬৯৪ (৯৯.১৪ শতাংশ)।

তৃতীয়: ঈশানী চক্রবর্তী (কোতুলপুর সরোজবাসিনী বালিকা বিদ্যালয়)। প্রাপ্ত নম্বর – ৬৯৩ (৯৯ শতাংশ)।

চতুর্থ: মহম্মদ সেলিম (পূর্ব বর্ধমান নীরোল হাইস্কুল), সুপ্রতীক মান্না (কাঁথি ইনস্টিটিউশন)। প্রাপ্ত নম্বর – ৬৯২ (৯৯.৮৬ শতাংশ)।


পঞ্চম: সিঞ্চন নন্দী (গৌরহাটি হরদাস ইনস্টিটিউশন), চৌধুরী মহম্মদ আসিফ (কামারপুকুর রামকৃষ্ণ মিশন মাল্টিপারপাস স্কুল), বিশ্বজিৎ ঘোষ (ইটাচুনা শ্রীনারায়ণ ইনস্টিটিউশন), সৌমিত্র করণ (নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন)। প্রাপ্ত নম্বর – ৬৯১ (৯৮.৭১ শতাংশ)।

ষষ্ঠ: অঞ্চ দে (ফালাকাটা হাইস্কুল), জ্যোতিপ্রসাদ চট্টোপাধ্যায়  (বিবেকানন্দ শিক্ষানিকেতন হাইস্কুল), রুদ্রনীল মানসাট (বাঁকুড়া গোরাসোল মুরলীধর হাইস্কুল), অঙ্কন মণ্ডল (টাকি রামকৃষ্ণ মিশন হাইস্কুল), অভ্রদীপ মণ্ডল (সারদা বিদ্যাপীঠ হাইস্কুল)। প্রাপ্ত নম্বর – ৬৯০ (৯৮.৫৭ শতাংশ)।

সপ্তম: দেবার্ঘ্য দাস (ফালাকাটা হাইস্কুল), অঙ্কন বসাক (গঙ্গারামপুর হাইস্কুল), অরিত্র দে (বিবেকানন্দ শিক্ষানিকেতন হাইস্কুল), দেবাদ্রিতা চক্রবর্তী (বাঁকুড়া মিশন গার্লস হাইস্কুল), সৌরীন রায় (অমরাগড় হাইস্কুল)।  প্রাপ্ত নম্বর – ৬৮৯ (৯৮.৪৩ শতাংশ)।

অষ্টম: অনির্বাণ দেবনাথ (তুফানগঞ্জ নৃপেন্দ্রনাথ নারায়ণ মেমোরিয়াল হাইস্কুল), সত্যম সাহা (রায়গঞ্জ হাইস্কুল), আসিফ মেহবুব (মালদহ জৈনপুর হাইস্কুল), মহম্মদ ইনজামুল হক (মালদহ টার্গেট পয়েন্ট স্কুল), সৃজন প্রামাণিক (রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির), অরিত্র সাহা (রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির), শুভ্র সিনহা মহাপাত্র (বিবেকানন্দ শিক্ষানিকেতন হাইস্কুল), অরিজিৎ মণ্ডল (রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবন), স্পন্দন মৌলিক (রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবন), সৃজনী ঘোষ (নবনালন্দা, শান্তিনিকেতন), পাপড়ি মণ্ডল (বর্ধমান বিদ্যার্থীভবন গার্লস হাইস্কুল), সৌপ্তিক মুখোপাধ্যায় (বাঁকুড়া কংসাবতী শিশু বিদ্যালয়), উদিতা রায় (বেলদা প্রভাতী বালিকা বিদ্যাপীঠ), অরিত্র সাঁতরা (মনসুখা লক্ষ্মীনারায়ণ হাইস্কুল), পুষ্পক রত্নম (নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়), অবন্তিকা রায় (কলকাতা রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস হাইস্কুল)।  প্রাপ্ত নম্বর – ৬৮৮ (৯৮.২৯ শতাংশ)।

ওয়াকফ আবহে মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী

নবম: দেবাঙ্কন দাস (তুফানগঞ্জ নৃপেন্দ্রনাথ নারায়ণ মেমোরিয়াল হাইস্কুল), মৃন্ময় বসাক (কালিয়াগঞ্জ সরলাসুন্দরী হাইস্কুল), অরিত্র মণ্ডল (বালুরঘাট হাইস্কুল), দিশা ঘোষ (দুবরাজপুর শ্রী শ্রী সারদাশ্বরী বিদ্যামন্দির), ময়ূখ বসু (পূর্ব বর্ধমান কাঁকুড়িয়া দেশবন্ধু হাইস্কুল), অয়ন নাগ (কামারপুকুর রামকৃষ্ণ মিশন মাল্টিপারপাস), অঙ্কুশ জানা (বেলদা গঙ্গাধর অ্যাকাডেমি), দ্যুতিময় মণ্ডল (বিবেকানন্দ মিশন আশ্রম শিক্ষায়তন), ঐশিক জানা (কাঁথি মডেল ইনস্টিটিউশন), প্রজ্জ্বল দাস (শান্তিপুর মিউনিসিপাল হাইস্কুল), অনীশ দাস (প্রফুল্লনগর বিদ্যামন্দির), তানায়া সুলতানা (জঙ্গিপাড়া বালিকা বিদ্যালয়), পরমব্রত মণ্ডল (বর্ধমান মিউনিসিপাল হাইস্কুল)। প্রাপ্ত নম্বর – ৬৮৭ (৯৮.১৪ শতাংশ)।

দশম: কৌস্তভ সরকার (রায়গঞ্জ করোনেশন হাইস্কুল), আমিনা বানু (মালদহ মোজ্জমপুর গার্লস হাইস্কুল), উবা সাদাক (মালদহ সুজাপুর হাইস্কুল), তুহিন হালদার (বাঁকুড়া বিবেকানন্দ শিক্ষানিকেতন হাইস্কুল), দেবায়ন ঘোষ (বীরভূম কটাশপুর হাইস্কুল), শেখ আরিফ মণ্ডল (বীরভূম গিরিজ সাঁওতাল হাইস্কুল), সম্যক দাস (নবনালন্দা, শান্তিনিকেতন), স্বাগতা সরকার (কাশেমনগর গার্লস হাইস্কুল), অয়ন্তিকা সামন্ত (হুগলি চিলাডাঙি রবীন্দ্র বিদ্যাবীথি), সমন্বয় দাস (তমলুক হ্যামিলটন হাইস্কুল), বিশ্রুত সামন্ত (ধন্যশ্রী কে সি হাইস্কুল), সায়ন বেজ (পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশন), সোহম সাঁতরা (মহিষাদল রাজ হাইস্কুল), শৌভিক দিন্দা (সুন্দরবন আদর্শ বিদ্যাপীঠ), রাহুল ঋকতিয়াজ (মাজিলপুর জে এন ট্রেনিং স্কুল)। প্রাপ্ত নম্বর – ৬৮৬ ( ৯৮ শতাংশ)।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

রাজ্য পরীক্ষা
Related News