দেশের একমাত্র বিজেপি বিরোধী মুখ মমতাঃ সমাজবাদী পার্টি

banner

#Pravati Sangbad Digital Desk:

২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের প্যারেডে বাংলার ট্যাবলো বাতিল করেছে কেন্দ্র, সেই নিয়ে রাজ্য কেন্দ্র তরজা তুঙ্গে। রাজ্যের বিরোধী দলের অনেকেই ক্ষুব্ধ হয়েছেন কেন্দ্রের এই বঞ্চনায়, রাজ্য বিজেপির বর্ষীয়ান নেতা তথাগত রায় কেন্দ্রকে চিঠি পাঠিয়ে পুনঃবিবেচনার দাবিও জানিয়েছেন, নবান্নের তরফ থেকেও চিঠি পাঠানো হয়েছে, তবুও কাজ হয়নি। কেন্দ্র রাজ্য তরজা যখন ঠিক তখনই রাজ্যে আসছেন সমাজবাদী পার্টির নেতা কিরণময় নন্দ, আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দেখা করবেন তিনি। সামনেই উত্তরপ্রদেশে বিধানসভা ভোট, ভোট মুখি উত্তরপ্রদেশে কিছু দিন আগে ঘুরেও আসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এবার সমাজবাদী পার্টির মুখ্য নেতৃত্ব অখিলেশ যাদবের দূত কিরণময় নন্দ সাক্ষাৎ করতে আসছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে। ঘাস ফুল শিবির আগেই জানিয়েছিল উত্তরপ্রদেশে বিধানসভা ভোটে প্রার্থী দেবে না তারা, কিন্তু সমাজবাদী পার্টির প্রতি পূর্ণ সমর্থন থাকবে।
হঠাৎ করে এই রাজনৈতিক সাক্ষাৎ যেন ভোট মুখি উত্তরপ্রদেশকে নারিয়ে দিয়েছে। ২০২১ সালে রাজ্যে বিধানসভা ভোটের আগে তৃণমূলের হয়ে প্রচারে আসেছিলেন কিরণময় নন্দ এবং সমাজবাদী পার্টির নেত্রী জয়া বচ্চন, তৃণমূলের হয়ে প্রচারও করেন তারা, এবার তারই প্রতিচ্ছবি দেখা যেতে পারে উত্তরপ্রদেশে দাবি বিশিষ্ট মহলের। আজ বিকাল সাড়ে ৪ টে নাগাদ কিরণময় নন্দ পৌছবেন মুখ্যমন্ত্রীর বাড়ি, তার পরেই হবে বৈঠক। সেই বৈঠকে উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে তৃণমূলের অবস্থান স্পষ্ট হবে বলে মনে করছে রাজনৈতিক মহল। উত্তরপ্রদেশে ভোটের আগেই কৃষক আন্দোলনের ফলে কৃষি আইন প্রত্যাহার করতে হয়েছে নরেন্দ্র মোদীর সরকারকে। অনেকেই মনে করছেন বিজেপি বিরোধী জোটকে শক্ত করতে মমতা বন্দ্যোপাধ্যায় অনেকটাই খুঁটি শক্ত করবেন। 

সুত্র মারফৎ জানা গেছে আসন্ন বিধানসভা ভোট নিয়ে আলোচনা করতেই সমাজবাদী পার্টির সুপ্রিম তার আস্থা ভাজন কিরণময় নন্দকে এ রাজ্যে পাঠাচ্ছেন। ২০২১ সালের বিধানসভা ভোটে বিপুল ভোটে বিজেপিকে হারিয়েছে তৃণমূল, কোলকাতা পুর নির্বাচনেও একই চিত্র উঠে এসেছে, জানা গেছে উত্তরপ্রদেশে রীতিমতো সোরগোল পরে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। উত্তরপ্রদেশে বিধানসভা ভোটের আগে তৃণমূলের সমর্থন উত্তরপ্রদেশের রাজনীতিকে নতুন রঙ দেবে বলে মনে করছেন কিরণময় নন্দ। ভারতীয় রাজনীতিতে উত্তরপ্রদেশ বরাবরই বিশেষ অবদান রেখেছে, ৮০টি আসনের মধ্যে সিংহভাগ আসন নিজেদের নামে করতে মরিয়া সমস্ত রাজনৈতিক দলগুলি।

মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্ণ সমর্থন পেলে উত্তরপ্রদেশের মুসলিম এবং মহিলা ভোট পেতে কোন অসুবিধা হবে না এতা বলার অপেক্ষা রাখে না। কিরণময় নন্দের বাংলা সফর ঘিরে কটাক্ষের সুর বঙ্গ বিজেপির নেতাদের গলায়। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলিপ ঘোষ জানিয়েছেন, “ বিজেপির ওপর মানুষের আস্থা রয়েছে, বাকি রাজনৈতিক দল গুলিকে মানুষ ভরসা করতে পারছে না। অখিলেশ যাদবের মনে ভয় রয়েছে সমর্থন না পেলে হয়তো ভোটে হেরে যাবে”, তিনি আরও বলেছেন “ নরেন্দ্র মোদী এবং যোগী জির ওপর মানুষের ভরসা রয়েছে মানুষ তাদের বিশ্বাস করেন, উত্তরপ্রদেশে আমরাই ক্ষমতাই আসব”।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sagarika Chakraborty

Related News