পহেলগাঁও সন্ত্রাসের পর জলসীমান্তে কড়া বার্তা, আরব সাগরে নৌসেনার শক্তি প্রদর্শন

banner

journalist Name : Bidisha Karmakar

#Pravati Sangbad Digital Desk :

ভারতের ভূস্বর্গ কাশ্মীরে ফের রক্তাক্ত সন্ত্রাস। পহেলগাঁওয়ে পর্যটকদের উপর বর্বর জঙ্গি হানায় প্রাণ হারিয়েছেন অন্তত ২৬ জন নিরীহ মানুষ। মৃতদের অধিকাংশই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটক, যাঁরা কেবলমাত্র ‘ভারতের সুইজারল্যান্ড’ খ্যাত উপত্যকার সৌন্দর্য উপভোগ করতে এসেছিলেন। পহেলগাঁওয়ের পাহাড়ি হাওয়া এখন গুলির শব্দে ভারী, বাতাসে নেমে এসেছে মৃত্যুর হিমশীতল ছায়া।


সূত্রের খবর, এই নারকীয় হামলার পেছনে রয়েছে পাকিস্তান-সমর্থিত জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবা। এরই জেরে সীমান্ত সুরক্ষায় ও সন্ত্রাস মোকাবিলায় তৎপর হয়েছে নয়াদিল্লি। কেন্দ্রীয় সরকার একাধিক কৌশলগত পদক্ষেপ নিচ্ছে যার মধ্যে অন্যতম ভারতীয় নৌবাহিনীর তরফে আরব সাগরে শক্তি প্রদর্শন। বৃহস্পতিবার, আরব সাগরের জলরেখায় চলা নৌ মহড়ায় ভারতীয় নৌবাহিনীর আধুনিক যুদ্ধজাহাজ আইএনএস সুরাট থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হল এক মধ্যপাল্লার ভূমি-থেকে-আকাশ ক্ষেপণাস্ত্র। ইজরায়েলি প্রযুক্তির সহায়তায় নির্মিত এই ক্ষেপণাস্ত্র ৭০ কিলোমিটার দূরত্ব পর্যন্ত আঘাত হানতে সক্ষম এবং একাধিক আক্রমণ প্রতিহত করতে পারে। এর উৎক্ষেপণ ভারতের জলসীমায় আত্মরক্ষার দিক থেকে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। নৌবাহিনী সূত্রে খবর, এই অত্যাধুনিক মিসাইল সিস্টেম শত্রুর ক্ষেপণাস্ত্র বা বিমান-হানাকে দূর থেকেই শনাক্ত করে ধ্বংস করতে পারে। অর্থাৎ জলপথে সম্ভাব্য হুমকির বিরুদ্ধে ভারতের প্রতিরক্ষা প্রস্তুতি এখন অনেক বেশি শক্তিশালী ও আধুনিক। ‘আত্মনির্ভর ভারত’ মিশনের অঙ্গ হিসেবে তৈরি এই মিসাইল প্রতিরক্ষা প্রযুক্তি ভারতীয় সেনার ক্ষমতায় এক নতুন মাত্রা যোগ করল।

পহেলগাঁও হামলা: জঙ্গি সইফুল্লার আজব দাবি, দায় ভারতেরই!

প্রসঙ্গত, ২০০৮ সালের মুম্বই হামলার সময় সমুদ্রপথে জঙ্গি অনুপ্রবেশের বিষয়টি সামনে আসে। তখন থেকেই দেশের জলসীমা রক্ষায় কড়া নজর রাখছে প্রতিরক্ষা দপ্তর। সেই ঘটনার পর ভারতীয় উপকূলরক্ষী বাহিনী এবং নৌবাহিনী তাদের নজরদারি ও প্রতিরক্ষা কাঠামো আরও জোরদার করেছে। পহেলগাঁওয়ে সাম্প্রতিক হামলার পরে দেশের প্রতিটি সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটসাঁট করা হয়েছে। আরব সাগরে নৌ মহড়া এবং মিসাইল উৎক্ষেপণ সেই ব্যবস্থারই প্রতিফলন। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ পাকিস্তান এবং সীমান্তের ওপারে সক্রিয় জঙ্গি সংগঠনগুলিকে স্পষ্ট বার্তা—ভারত নিজেদের রক্ষায় শুধু প্রস্তুতই নয়, প্রয়োজন হলে পালটা জবাব দিতেও দ্বিধা করবে না।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

যুদ্ধ দেশ
Related News