Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

গ্রিন লাইনে তিন দিন বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

banner

journalist Name : Bidisha Karmakar

#Pravati Sangbad Digital Desk :

ফের একবার বন্ধ থাকছে কলকাতার ইস্ট-ওয়েস্ট মেট্রোর পরিষেবা। আগামী ২৬ এপ্রিল (শনিবার) থেকে ২৮ এপ্রিল (সোমবার) পর্যন্ত হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চলাচল সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। আধুনিক প্রযুক্তি নির্ভর কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল সিস্টেম (CBTC)-এর পরীক্ষানিরীক্ষার জন্যই এই সাময়িক পরিষেবা বন্ধ রাখা হচ্ছে বলে জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ।এই সময়ের মধ্যে এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ পর্যন্ত চলবে ইনস্পেকশন ট্রেন, তবে শিয়ালদহ মেট্রো থেকে মূল শিয়ালদহ রেল স্টেশনের সংযোগকারী সাবওয়ে ব্যবহারের সুযোগ থাকবে না। যাত্রীদের এই বিষয়ে আগাম সতর্ক করা হয়েছে।


প্রসঙ্গত,  CBTC একটি অত্যাধুনিক সিগন্যালিং ব্যবস্থা, যার মাধ্যমে ট্রেনগুলিকে আরও ঘনঘন এবং নিরাপদভাবে চালানো সম্ভব হবে। এই প্রযুক্তির সফল বাস্তবায়ন হলে ইস্ট-ওয়েস্ট করিডোরে মেট্রো চলাচলের গতি এবং কার্যকারিতা অনেকটাই বাড়বে। ২৬ এপ্রিল শনিবার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের একটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। সাধারণত, এমন বড় ম্যাচের দিনগুলিতে মেট্রো রেল অতিরিক্ত রাতের স্পেশাল ট্রেন চালায় দর্শকদের সুবিধার্থে। তবে এবারের ট্রাফিক ব্লকের কারণে গ্রিন লাইনের এসপ্ল্যানেড-হাওড়া ময়দান রুটে কোনও রাতের স্পেশাল মেট্রো চলবে না। যদিও ব্লু লাইনে স্বাভাবিক পরিষেবা এবং স্পেশাল ট্রেন চলবে।

পাকিস্তানের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করলো ভারত

উলেখ্য,  এর আগেও CBTC সিস্টেমের কাজের জন্য একাধিকবার হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। যদিও এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ পর্যন্ত মেট্রো নির্মাণের কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে, তবে পুরোপুরি পরিষেবা শুরুর আগে সিগন্যালিংসহ আরও কিছু পরীক্ষানিরীক্ষা বাকি রয়েছে। এত সব প্রস্তুতির উদ্দেশ্য একটাই— সম্পূর্ণ চালু হলে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভের ১৬ কিমি পথ যাত্রীরা মাত্র ৩০ মিনিটে অতিক্রম করতে পারবেন। তার আগে নিরাপত্তা এবং প্রযুক্তিগত দিক থেকে শতভাগ নিশ্চিত হতে চাইছে রেল কর্তৃপক্ষ।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

কলকাতা পরিবহন
Related News