ফের বিপত্তি ঘটল এলন মাস্কের মহাকাশযান প্রকল্পে। বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে অবস্থিত স্পেসএক্স উৎক্ষেপণ কেন্দ্রে একটি ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই বিস্ফোরণের জেরে স্টারশিপ সিরিজের আগামী সব মহাকাশ মিশন আপাতত স্থগিত রাখা হয়েছে বলে সংস্থার তরফে জানানো হয়েছে।
জানা গিয়েছে, স্টারশিপ ৩৬-এর একটি গুরুত্বপূর্ণ স্ট্যাটিক ফায়ার পরীক্ষা হওয়ার কথা ছিল বৃহস্পতিবার। এই পরীক্ষার মাধ্যমে উৎক্ষেপণের আগে ইঞ্জিনের কার্যকারিতা যাচাই করার পরিকল্পনা ছিল সংস্থার। কিন্তু পরীক্ষার ঠিক আগেই আচমকা বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো উৎক্ষেপণ কেন্দ্র। স্পেসএক্সের তরফে জানানো হয়েছে, বিস্ফোরণের সঠিক কারণ এখনও নিশ্চিত নয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং প্রযুক্তিগত বিশ্লেষণ চলছে। প্রাথমিক সূত্র অনুযায়ী, এই বিস্ফোরণে স্টারশিপের প্রোটোটাইপটি গুরুতর ক্ষতির সম্মুখীন হয়েছে, যা প্রকল্পে বড়সড় ধাক্কা। আগামী ২৯ জুন স্টারশিপের একটি উৎক্ষেপণ করার পরিকল্পনা ছিল স্পেসএক্সের। কিন্তু বিস্ফোরণের ফলে সেই পরিকল্পনা এখন অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে। এটি প্রথম নয়, এর আগেও স্টারশিপ প্রকল্পে ধাক্কা খেয়েছে স্পেসএক্স। বছরের শুরুতেই একটি উৎক্ষেপণ ব্যর্থ হয়েছিল। উৎক্ষেপণের কিছুক্ষণের মধ্যেই ইঞ্জিন বন্ধ হয়ে যায় এবং নিয়ন্ত্রণ হারিয়ে স্টারশিপটি ধ্বংস হয়ে যায়। লাইভ স্ট্রিমিং চলাকালীন দেখা যায়, বাহামাসের আকাশে বিশাল বিস্ফোরণে মহাকাশযানটি টুকরো টুকরো হয়ে যায়।
ইরানে হামলার দ্বারপ্রান্তে আমেরিকা?
স্পেসএক্স কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি, যা কিছুটা স্বস্তির বিষয়। সংস্থা আরও জানিয়েছে, "আমরা গোটা ঘটনার পূর্ণ তদন্ত করছি। আমাদের লক্ষ্য ভবিষ্যতে আরও নিরাপদ ও সফল উৎক্ষেপণ নিশ্চিত করা।" স্টারশিপ প্রকল্প এলন মাস্কের চন্দ্র ও মঙ্গল মিশনের অন্যতম প্রধান ভরসা। কিন্তু পরপর ব্যর্থতা ও দুর্ঘটনার ফলে সেই স্বপ্ন বাস্তবায়নের পথে বড় চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে স্পেসএক্স। আগামিদিনে কীভাবে এই প্রতিকূলতা পেরিয়ে এগোয় সংস্থা, তা এখন দেখার বিষয়।