Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

বর্ষায় কাটাতে চান সমুদ্রতটে? লিস্টে রাখুন পশ্চিমবঙ্গের এই ৩টি সি বিচ

banner

journalist Name : Ananya Dey

#Pravati Sangbad Digital Desk:

বর্ষাকাল অনেকের কাছেই ঘরে বসে চা-পকোড়া খাওয়ার সময় হলেও, প্রকৃতিপ্রেমীদের কাছে এটি নতুন কিছু দেখার এক দারুণ সুযোগ। যদি আপনি এই বর্ষায় শহরের কোলাহল থেকে পালিয়ে শান্ত সমুদ্রতটে সময় কাটাতে চান, তাহলে পশ্চিমবঙ্গের এই ৩টি সমুদ্র সৈকত হতে পারে আপনার পারফেক্ট গন্তব্য।

 দিঘা সমুদ্র সৈকত-বর্ষায় উত্তাল ঢেউ আর এক চিলতে শান্তি, পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় এবং সহজে পৌঁছানো যায় এমন সমুদ্রতট দিঘা। বর্ষাকালে দিঘার ঢেউ হয়ে ওঠে আরও প্রাণবন্ত, আর চারপাশের প্রকৃতি সেজে ওঠে সবুজে। তুলনামূলকভাবে কম পর্যটকের আনাগোনা থাকায় এই মৌসুমে আপনি পাবেন একান্তে সময় কাটানোর সুযোগ। বর্ষার বিকেলে সৈকতে হাঁটা, কাঁকড়া সামুদ্রিক মাছ দিয়ে ভেজা খাবার চেখে দেখা, আর স্থানীয় হস্তশিল্পের দোকান ঘোরা এইভাবে কাটাতে পারেন আপনার সময় ।

সূর্যের ট্যান থেকে মুক্তির উপায়: প্রাকৃতিক যত্নেই ফিরে আসুক ত্বকের জৌলুস

মন্দারমণি- শান্ত পরিবেশ, চওড়া বালুচর আর বর্ষার রোমান্স, দিঘার তুলনায় অনেক বেশি শান্ত পরিচ্ছন্ন এই সি বিচটি বর্ষাকালে হয়ে ওঠে যেন এক রোমান্টিক কবিতার দৃশ্য। গাড়ি চালিয়ে সৈকতের ধার ঘেঁষে ঘোরা, কুয়াশা ঢাকা সকাল আর বৃষ্টিভেজা সূর্যাস্তসব মিলিয়ে একেবারে অন্য রকম অভিজ্ঞতা। সমুদ্রের ধারে কটেজে থাকা, স্থানীয় খাবার খাওয়া, বৃষ্টির মাঝে বাইক রাইড করা এইভাবে কয়েকটা দিন উপভোগ করতে পারেন ।


 তাজপুর- অজানা অথচ অসাধারণ বর্ষার সমুদ্রসৈকত, তাজপুর এখনো পর্যটকের ভিড় থেকে খানিকটা দূরে, তাই যারা নির্জনতায় প্রকৃতি উপভোগ করতে চান, তাদের জন্য আদর্শ। বর্ষায় এখানকার সাগর থাকে প্রাণবন্ত, আর বালুচরের ধারে ঝাউবনের ফাঁকে বসে সময় কাটানোর আলাদা স্বাদ আছে।বর্ষার ছোঁয়ায় পশ্চিমবঙ্গের সমুদ্রতটগুলো হয়ে ওঠে আরও আকর্ষণীয় প্রাণবন্ত। ভিড় কম, প্রকৃতি সুন্দর আর আবহাওয়াও হয় ভ্রমণের উপযোগী। তাই ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ুনএই বর্ষায় এক ভিন্ন স্বাদের সি বিচ ট্রিপের খোঁজে!

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

ভ্রমণ
Related News