ভারতের বিচার ব্যবস্থায় এক নতুন অধ্যায়ের সূচনা হল বুধবার। দেশের ৫২তম প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন বিচারপতি buddharakshita গজানন গভাই (B.R. Gavai)। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উপস্থিতিতে রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক গৌরবময় অনুষ্ঠানে তিনি শপথ গ্রহণ করেন। বিচারপতি গভাই ভারতের ইতিহাসে প্রথম বৌদ্ধ সম্প্রদায়ের এবং দ্বিতীয় দলিত ব্যক্তি, যিনি দেশের সর্বোচ্চ বিচারপতির পদ অলঙ্কৃত করলেন। তাঁর এই ঐতিহাসিক শপথের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সহ দেশের নানা স্তরের বিশিষ্ট ব্যক্তিরা তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী এক বার্তায় বলেন, “বিচারপতি গভাইয়ের অভিজ্ঞতা ও নিষ্ঠা ভারতীয় বিচার ব্যবস্থার জন্য আশাব্যঞ্জক।”
প্রসঙ্গত, মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে অবসর নেন দেশের ৫১তম প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। সুপ্রিম কোর্টের 'সেরিমনিয়াল বেঞ্চ'-এ দেওয়া শেষ ভাষণে বিচারপতি গভাইয়ের প্রশংসা করে তিনি বলেন, “গভাইয়ের মতো একজন সৎ এবং সাহসী প্রধান বিচারপতি দেশের গণতন্ত্রকে আরও দৃঢ় করবে। মৌলিক অধিকার ও বিচার বিভাগের নিরপেক্ষতা রক্ষায় তিনি দৃঢ়প্রতিজ্ঞ থাকবেন।‘’ রীতি অনুযায়ী, আইন মন্ত্রক বিদায়ী প্রধান বিচারপতির কাছ থেকে উত্তরসূরি হিসেবে নাম প্রস্তাবের আহ্বান করে। বিচারপতি খান্না সেই অনুযায়ী বিচারপতি গভাইয়ের নাম সুপারিশ করেন, যেটি কেন্দ্র সরকার গ্রহণ করে।
পাকিস্তানের ১১টি বায়ুসেনা ঘাঁটিতে ভারতের জবাবি হামলা: অপারেশন ‘সিঁদুরে রাত’-এ কাঁপল ইসলামাবাদ
উলেখ্য, বিচারপতি গভাইয়ের বিচারিক যাত্রা শুরু হয় ২০০৩ সালে, যখন তাঁকে বম্বে হাই কোর্টের অতিরিক্ত বিচারপতি হিসাবে নিযুক্ত করা হয়। ২০০৫ সালে তিনি স্থায়ী বিচারপতি হিসেবে পদোন্নতি পান। এরপর ২০১৯ সালে তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত হন। তাঁর বিচারিক দায়িত্বকালে নোটবন্দি, ইলেক্টোরাল বন্ডসহ প্রায় ৩০০-রও বেশি গুরুত্বপূর্ণ মামলার নিষ্পত্তিতে যুক্ত ছিলেন তিনি। আগামী ছ’মাস দেশের প্রধান বিচারপতির দায়িত্বে থাকবেন বিচারপতি গভাই। চলতি বছরের নভেম্বর মাসে তাঁর অবসর নির্ধারিত। স্বল্পকালীন হলেও বিচার বিভাগের শীর্ষ পদে তাঁর নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। সামাজিক সুবিচার, সংবিধানিক মূল্যবোধ এবং বিচার বিভাগের নিরপেক্ষতা রক্ষার প্রতিশ্রুতি নিয়ে বিচারপতি গভাইয়ের এই শপথ গ্রহণ নতুন ভারতীয় বিচার ব্যবস্থার আরেকটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।