আন্তর্জাতিক সীমান্তে পাকিস্তানি বাহিনীর গুলিতে শহিদ হলেন বর্ডার সিকিউরিটি ফোর্সের (BSF) সাহসী সাব-ইন্সপেক্টর মোঃ ইমতিয়াজ। শনিবার ভোরবেলা জম্মুর আর এস পুরা সেক্টরে সীমান্তরক্ষীদের সঙ্গে পাকিস্তানের গোলাগুলির সময় বুকে গুলিবিদ্ধ হয়ে শহিদ হন তিনি।
বিএসএফ সূত্রে খবর, সংঘর্ষের সময় সীমান্ত ফাঁড়ির দায়িত্বে ছিলেন মোঃ ইমতিয়াজ এবং তিনি সামনে থেকে নেতৃত্ব দিচ্ছিলেন। হঠাৎ করে শত্রুপক্ষের অতর্কিত গুলিচালনায় গুরতর আহত হন তিনি এবং পরে শহিদ হন। শহিদের এই বীরত্বকে কুর্নিশ জানিয়ে বিএসএফ-এর ডিরেক্টর জেনারেল-সহ উচ্চপদস্থ আধিকারিকরা গভীর শোকপ্রকাশ করেছেন। তাঁর পরিবারকে জানানো হয়েছে সরকার ও বাহিনীর তরফ থেকে পূর্ণ সমর্থন ও সাহায্যের আশ্বাস। আগামীকাল জম্মুর পালৌরায় বিএসএফ ফ্রন্টিয়ার সদর দফতরে শহিদের প্রতি পূর্ণ সামরিক মর্যাদায় শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান আয়োজিত হবে। সেখানে উপস্থিত থাকবেন উচ্চপদস্থ আধিকারিক, সহকর্মী ও পরিবারের সদস্যরা। এদিকে, সামাজিক মাধ্যমে মোঃ ইমতিয়াজের প্রতি শ্রদ্ধা ও শোকবার্তার বন্যা বইছে। ‘#Braveheart’ হ্যাশট্যাগে সাধারণ মানুষ থেকে প্রাক্তন সেনা ও বিশিষ্টজনেরা তাঁর বীরত্বকে স্মরণ করে শ্রদ্ধা জানাচ্ছেন। উল্লেখযোগ্যভাবে, সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় পাকিস্তান সংঘর্ষবিরতির প্রস্তাব দেয় এবং ভারতও তাতে সাড়া দিয়ে শনিবার বিকেল ৫টা থেকে সীমান্তে শান্তির বার্তা দেয়। কিন্তু সেই ঘোষণার মাত্র তিন ঘণ্টার মধ্যেই ফের সংঘর্ষবিরতি লঙ্ঘনের অভিযোগ উঠেছে পাকিস্তানের বিরুদ্ধে।
কাশ্মীর ইস্যুতে হস্তক্ষেপে আগ্রহী ট্রাম্প, ওয়াকিবহাল মহলের নজর নয়াদিল্লির প্রতিক্রিয়ায়
সূত্রের দাবি, জম্মু ও কাশ্মীরের বিভিন্ন সীমান্ত এলাকায় ফের গোলাগুলি শুরু করে পাক সেনা। বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে শ্রীনগর পর্যন্ত। সেনা সূত্রে আরও খবর, শ্রীনগরের সেনাবাহিনীর সদর দফতরের কাছে চারটি পাকিস্তানি ড্রোন ধ্বংস করা হয়েছে। বর্তমানে সীমান্তে উত্তেজনা চরমে। ভারতের প্রতিরক্ষা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। বিএসএফ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, শহিদের রক্ত বৃথা যাবে না — উপযুক্ত জবাব দেওয়া হবে।