ভারতীয় সেনার সাম্প্রতিক ‘অপারেশন সিঁদুর ২.০’-এর পর পাকিস্তানে রাজনৈতিক ও সামরিক অঙ্গনে চরম অস্থিরতা সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে এই অভিযানের দ্বিতীয় পর্বে পাকিস্তানের একাধিক গুরুত্বপূর্ণ সামরিক ও বেসামরিক স্থাপনায় আঘাত হানার পর দেশজুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক।
প্রসঙ্গত, ভারতীয় সেনাবাহিনীর দাবি, রাওয়ালপিন্ডির সেনা সদর দফতরে হামলা চালিয়ে সেটিকে কার্যত অচল করে দেওয়া হয়েছে। পাকিস্তানি সেনাবাহিনীর শীর্ষ মহলে রীতিমতো আলোড়ন শুরু হয়েছে। এমনকি সেনা প্রধান আসিফ মুনিরকে সরিয়ে দেওয়ার সম্ভাবনার কথাও উঠে এসেছে বিভিন্ন সূত্রে। তাঁর স্থলাভিষিক্ত হিসেবে লেফটেন্যান্ট জেনারেল শামসাদ মির্জার নাম উঠে আসছে। এই ঘটনার পরপরই আলোচনায় উঠে আসে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের নাম। ২০২৩ সালের ৯ মে গ্রেফতার হওয়া তেহরিক-ই-ইনসাফ প্রধানের জেল থেকে মুক্তি শীঘ্রই হতে পারে বলে জল্পনা। ইমরান মুক্তি পেলে বর্তমান শরিফ-ভুট্টো জোট সরকারের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। বৃহস্পতিবার রাতভর ইসলামাবাদ, লাহোর, গুজরানওয়ালা-সহ একাধিক শহরে শোনা যায় বিমান হামলা সতর্কতা সাইরেন। জানা গেছে, ভারতীয় ড্রোন লাহোর, রাওয়ালপিন্ডি, মিয়াওয়ালি, করাচি-সহ বিভিন্ন এলাকায় ঢুকে পড়ে। লাহোরে একাধিক সামরিক রাডার ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। ফলে শহরের নিরাপত্তা এখন বিপর্যস্ত। বিশেষ করে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ড্রোনের আঘাতে একাংশ ভেঙে পড়ায় বাতিল করা হয় পেশোয়ার জ়ালমি বনাম করাচি কিংস-এর পিএসএল ম্যাচ। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যায়, ধ্বংসস্তূপের পাশে দাঁড়িয়ে জনতা মোবাইলে ছবি তুলছে। অন্যদিকে, বালোচিস্তানে বালোচ লিবারেশন আর্মি (বিএলএ)-এর হামলায় পাক সেনাবাহিনীর ক্ষতি অব্যাহত। কোয়েটার কিছু অংশ তাদের নিয়ন্ত্রণে চলে গেছে বলেও দাবি উঠেছে। কয়েকটি আর্মার্ড ভেহিকলে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১০ পাক সেনা নিহত হয়েছেন।
‘অপারেশন সিঁদুর’ ও সাহসিনী লেফটেন্যান্ট কর্নেল সোফিয়া কুরেশি
উলেখ্য, এই পরিস্থিতিতে পাকিস্তান সরকারের ভবিষ্যৎ নিয়ে জল্পনা তুঙ্গে। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের অবস্থান নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। রাতেই প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ তাঁর সঙ্গে দেখা করতে প্রধানমন্ত্রীর দফতরে যান। তবে শাহবাজ কোথায় রয়েছেন, তা এখনও স্পষ্ট নয়। পাকিস্তানের এই সংকটজনক পরিস্থিতিতে শেয়ার বাজারে ব্যাপক ধস নেমেছে, বাতিল হয়েছে বহু ট্রেন, বন্ধ হয়েছে একাধিক বিমানবন্দর। আমেরিকা ইতিমধ্যেই তাদের নাগরিকদের লাহোর ছাড়ার পরামর্শ দিয়েছে। মার্কিন দূতাবাস থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, যারা লাহোরে অবস্থান করছেন, তারা যেন অবিলম্বে নিরাপদ স্থানে আশ্রয় নেন। ২৬ বছর আগে কার্গিল যুদ্ধে ভারতের কাছে পরাজয়ের স্মৃতি আবারও ফিরে এসেছে পাকিস্তানে। এবারও ভারতের চাপে কোণঠাসা ইসলামাবাদ। ‘অপারেশন সিঁদুর ২.০’-এর অভিঘাত কত দূর গড়ায়, তা দেখার জন্য আপাতত অপেক্ষা করছে বিশ্ব।