Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ ঘোষণা: পরীক্ষার সূচি এগিয়ে আসায় চিন্তায় পরীক্ষার্থীরা

banner

journalist Name : Bidisha Karmakar

#Pravati Sangbad Digital Desk :

২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট সদ্য প্রকাশিত হয়েছে। এর মধ্যেই মধ্যশিক্ষা পর্ষদ প্রকাশ করল ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার সূচি। উল্লেখযোগ্যভাবে, এবার পরীক্ষার দিনক্ষণ আরও এগিয়ে আনা হয়েছে। সাধারণত ফেব্রুয়ারি বা মার্চে মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হলেও, ২০২৬ সালে তা শুরু হবে ফেব্রুয়ারির একেবারে গোড়ায়। সূত্র অনুযায়ী, আগামী বছর বিধানসভা ভোট এপ্রিল-মে মাসে হওয়ার সম্ভাবনা থাকায়, সেই নির্বাচনের আগে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষাগুলি শেষ করার পরিকল্পনা নিচ্ছে শিক্ষা দফতর।

ঘোষিত রুটিন অনুযায়ী পরীক্ষার সূচি নিম্নরূপ:

২ ফেব্রুয়ারি, সোমবার: প্রথম ভাষা

৩ ফেব্রুয়ারি, মঙ্গলবার: দ্বিতীয় ভাষা

৬ ফেব্রুয়ারি, শুক্রবার: ইতিহাস


৭ ফেব্রুয়ারি, শনিবার:  ভূগোল

৯ ফেব্রুয়ারি, সোমবার: গণিত

১০ ফেব্রুয়ারি, মঙ্গলবার: ভৌতবিজ্ঞান

১১ ফেব্রুয়ারি, বুধবার: জীবন বিজ্ঞান

১২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার: অ্যাডিশনাল সাবজেক্ট

যুদ্ধের প্রস্তুতি ঘিরে উত্তেজনা: নিরাপত্তা মহড়ায় কেন্দ্র, বাড়ছে ভারত-পাক উত্তেজনা

শারীরশিক্ষা ও কর্মশিক্ষার পরীক্ষার দিনক্ষণ পরবর্তীতে ঘোষণা করা হবে। প্রতিটি পরীক্ষা সকাল ১০:৪৫ থেকে দুপুর  ২টা পর্যন্ত চলবে। প্রথম ১৫ মিনিট শুধুমাত্র প্রশ্নপত্র পড়ার জন্য বরাদ্দ থাকবে, উত্তর লেখা শুরু হবে সকাল ১১টা থেকে। তবে ভোকেশনাল ও কম্পিউটার পরীক্ষার সময়সূচি পৃথক হবে বলে জানানো হয়েছে।পরীক্ষার দিনক্ষণ এগিয়ে আসায় চাপ বাড়ছে  পরীক্ষার্থীদের উপর। অগাস্ট-সেপ্টেম্বরে যেখানে সিলেবাসের একটি বড় অংশ শেষ করার পরিকল্পনা থাকে শিক্ষার্থীদের, সেখানে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে পরীক্ষা শুরু হওয়ায় সময় কমে যাচ্ছে প্রায় এক মাস। এর ফলে বহু ছাত্রছাত্রী ও অভিভাবকরা দুশ্চিন্তায় পড়েছেন যে সময়মতো সিলেবাস শেষ করতে না পারলে পরীক্ষার প্রস্তুতিতে ঘাটতি থেকে যাবে। একজন মাধ্যমিক পরীক্ষার্থী জানায়, “আগে জানলে আরও আগে থেকে প্রস্তুতি শুরু করতাম। এখন সময়টা একটু টানাটানির হয়ে যাচ্ছে।”একজন শিক্ষক বলেন, “পরীক্ষার দিন এগিয়ে এলে আমাদেরও ক্লাসের গতি বাড়াতে হয়। এতে কখনও কখনও শিক্ষার্থীদের পুরোপুরি বোঝার সুযোগ কমে যায়।” টেস্ট পরীক্ষা সাধারণত নভেম্বরের শেষ বা ডিসেম্বরের শুরুতে নেওয়া হয়। কিন্তু মাধ্যমিক এগিয়ে এলে সম্ভাবনা প্রবল যে টেস্টও অক্টোবরে চলে আসবে। এতে করে বিদ্যালয়গুলিকেও সময়ের আগেই প্রস্তুতি নিতে হবে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

রাজ্য পরীক্ষা
Related News