Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

মেট গালায় ইতিহাস গড়লেন শাহরুখ খান: সব্যসাচীর সৃষ্ট পোশাকে বিশ্ব মঞ্চে ‘কিং’ লুক

banner

journalist Name : Bidisha Karmakar

#Pravati Sangbad Digital Desk:

বিশ্ব ফ্যাশনের সবচেয়ে মর্যাদাপূর্ণ মঞ্চ, মেট গালা ২০২৫-এ প্রথম ভারতীয় পুরুষ হিসেবে আত্মপ্রকাশ করলেন বলিউডের ‘কিং খান’, শাহরুখ খান। তাঁর রাজকীয় উপস্থিতি শুধু নজর কেড়েছে তাই নয়, ইতিহাসও গড়েছে। পুরোপুরি কালো পোশাকে, হাতে স্টিক ও গলায় ভারী হার পরে মেট গালার লাল গালিচায় হেঁটে এসে অনুরাগীদের মুগ্ধ করেছেন তিনি।


প্রসঙ্গত,  রবিবারই নিউ ইয়র্কে পৌঁছন শাহরুখ। তখন থেকেই জল্পনা চলছিল তাঁর পোশাক ও উপস্থিতি নিয়ে। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের টিম জানায়, এবারের মেট গালার থিম ‘Sleeping Beauties: Reawakening Fashion’-এর সঙ্গে সামঞ্জস্য রেখেই "বেঙ্গল টাইগার"-এর প্রতীকী ভাবনা নিয়ে মঞ্চে দেখা যাবে কিং খানকে। সোমবার রাতে মেট গালার লাল গালিচায় ধরা দিলেন শাহরুখ একেবারে রাজকীয় সাজে। পরনে ছিল সব্যসাচী ডিজাইন করা মেঝে ছোঁয়া লম্বা কালো কোট, যার সূক্ষ্ম কারুকার্য এবং টেক্সচারের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে ভারতের রাজকীয় ঐতিহ্য। এর সঙ্গে ছিল কালো শার্ট, ভারী ও চকচকে হার এবং হিরে খচিত ‘K’ অক্ষরের একটি পেনডেন্ট। হাতে ছিল বেশ কিছু আংটি ও একটি স্টিক, যা তাঁর লুককে দিয়েছে এক অনন্য মর্যাদা ও ব্যতিক্রমী গ্ল্যামার। লাল গালিচায় পোজ দেওয়ার সময় শাহরুখ হাত নাড়িয়ে ফ্যানদের শুভেচ্ছা জানান এবং দিতে ভুলেননি তাঁর সেই চিরচেনা সিগনেচার পোজ। ম্যানেজার পুজা দদলানি তাঁর এই লুক সোশাল মিডিয়ায় শেয়ার করার পরই অনুরাগীদের উচ্ছ্বাস যেন ফেটে পড়ে। সোশাল মিডিয়া ভরে ওঠে প্রশংসায়।

সমুদ্রপথে শত্রু দমন করতে ভারতীয় নৌসেনার নয়া অস্ত্র এমআইজিএমের সফল পরীক্ষা

উলেখ্য,  মেট গালা  যা প্রতি বছর নিউ ইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্ট-এর কস্টিউম ইনস্টিটিউটে আয়োজিত হয়, সেখানে সাধারণত বিশ্বখ্যাত ডিজাইনার, মডেল ও সেলিব্রিটিরাই অংশ নেন। তবে সেখানে পুরুষ প্রতিনিধিত্ব বিরল এবং ভারতীয় পুরুষ হিসেবে এই প্রথম শাহরুখ খানের অংশগ্রহণ নিঃসন্দেহে গর্বের বিষয়। বিশ্ব ফ্যাশনের এই ঐতিহ্যবাহী মঞ্চে নিজের স্থান করে নিয়ে, শুধু ভারত নয়, গোটা দক্ষিণ এশিয়ার প্রতিনিধিত্ব করলেন শাহরুখ খান। প্রমাণ করলেন, তাঁর গ্ল্যামার এবং ব্যক্তিত্ব কোনও এক দেশে সীমাবদ্ধ নয় — তিনি সত্যিই ‘গ্লোবাল আইকন’।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

বিনোদন
Related News