Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

২দিনের মরিশাস সফরে মোদি

banner

journalist Name : Bidisha Karnakar

#Pravati Sangbad Digital Desk :

দুদিনের সফরে মঙ্গলবার সকালে মরিশাস পৌঁছান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিমানে পৌঁছানোর পর পোর্ট লুইস বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন মরিশাসের প্রধানমন্ত্রী নবীন রামগুলাম, তাঁর গোটা মন্ত্রিসভা, এবং সেখানকার প্রধান বিচারপতি সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা। প্রধানমন্ত্রী মোদিকে গার্ড অফ অনার প্রদান করা হয়। এই সফরের উদ্দেশ্য সম্পর্কে প্রধানমন্ত্রী মোদি সোশাল মিডিয়ায় জানিয়েছেন, ‘‘মরিশাস ভারতের সামুদ্রিক প্রতিবেশী এবং ভারত মহাসাগরের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার। আমাদের দেশগুলির মধ্যে এক গভীর সাংস্কৃতিক বন্ধন রয়েছে, এবং আমার এই সফর আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করবে।’’


প্রসঙ্গত,  ১২ মার্চ, মরিশাসের জাতীয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী মোদি। এর পাশাপাশি, মোদি মরিশাসে ভারত পরিচালিত অন্তত ২০টি প্রকল্পের উদ্বোধন করবেন। এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে বিভিন্ন ক্ষেত্রে সেবা, অবকাঠামো উন্নয়ন এবং প্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ উদ্যোগ। প্রধানমন্ত্রী মোদি সফরের আগে উল্লেখ করেছেন, ‘‘আমাদের দেশের জনগণের অগ্রগতি ও সমৃদ্ধির পাশাপাশি ভারত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ও উন্নয়নের লক্ষ্য নিয়ে মরিশাসের সঙ্গে আমাদের অংশীদারিত্ব বৃদ্ধির সুযোগের অপেক্ষায় আছি।’’ এই সফরটি শুধু অর্থনৈতিক উন্নয়ন নয়, বরং দ্বিপাক্ষিক সম্পর্কের এক নতুন অধ্যায় শুরু করার উদ্দেশ্যও বহন করে। মরিশাস, সিঙ্গাপুরের পর, ভারতের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হিসেবে পরিচিত। ভারতীয় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো যেমন ইন্ডিয়ান অয়েল এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মরিশাসে কার্যক্রম চালাচ্ছে। এ ছাড়াও, দুই দেশের মধ্যে রয়েছে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ চুক্তি, যার মধ্যে বাণিজ্যিক, অর্থনৈতিক এবং সামরিক সহযোগিতা রয়েছে। 

সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রাস (জেইই মেন) ২০২৫: দ্বিতীয় সেশনের পরীক্ষার দিনক্ষণ ঘোষণা

উলেখ্য, মরিশাসের সঙ্গে ভারতের সম্পর্ক শুধু অর্থনৈতিকই নয়, সামরিক দিক থেকেও গুরুত্বপূর্ণ। ভারত মহাসাগরে চীনের আগ্রাসনের বিষয়টি মাথায় রেখে ভারত মরিশাসে একাধিক নিরাপত্তা পদক্ষেপ গ্রহণ করছে। ইতিমধ্যেই, ভারত একটি বন্দর গড়ে তুলেছে পোর্ট লুইসে, এবং সেখানে ভারতীয় নৌসেনার একটি জাহাজ মোতায়েন থাকবে সামুদ্রিক নিরাপত্তার জন্য। এছাড়া, ভারত-মরিশাস সম্পর্কের ভিত্তি আরও শক্তিশালী করতে বিভিন্ন সমুদ্র নিরাপত্তা চুক্তি ও সহযোগিতা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মরিশাস সফরটি ভারত এবং মরিশাসের সম্পর্কের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করবে। এই সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে সাংস্কৃতিক, অর্থনৈতিক এবং সামরিক বন্ধন আরও গভীর হবে, যা ভারত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা এবং শান্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

রাজনৈতিক
Related News