বুধবার সকালে মাত্র এক ঘণ্টার ব্যবধানে মণিপুরে পরপর দুটি ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রথম ভূমিকম্পটি ঘটে সকাল ১১টা ৬ মিনিটে, যার রিখটার স্কেলে মাত্রা ছিল ৫.৭। পরবর্তী ভূমিকম্পটি ঘটে দুপুর ১২টা ২০ মিনিটে, যার রিখটার স্কেল ছিল ৪.১।
ভারতের ইন্ডিয়ান মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট (আইএমডি)-র মণিপুর সেন্টারের তথ্য অনুযায়ী, উক্ত দুটি ভূমিকম্পের উৎসস্থল ছিল মণিপুরের কামজোং, যা মায়ানমার সীমান্তের নিকটবর্তী একটি জেলা। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)-র পোস্ট করা তথ্য অনুযায়ী, দ্বিতীয় ভূমিকম্পটি ছিল ৬৬ কিলোমিটার গভীরে মাটি থেকে এবং সময় ছিল ১২টা ২০ মিনিটে। এই দুটি ভূমিকম্প মণিপুরের স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করলেও এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে, ভূমিকম্পের ব্যাপকতা এবং পরবর্তী আফটারশক সম্পর্কে মণিপুরবাসী সতর্ক থাকতে বলা হয়েছে।
ভাঙছে ফ্যাব ফোর! স্টিভ স্মিথের একদিনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা
এদিকে, মায়ানমারেও একই দিনে দু'টি মৃদু ভূমিকম্পের ঘটনা ঘটেছে। প্রথমটি ভোর ৩টা ৩৬ মিনিটে, রিখটার স্কেলে মাত্রা ছিল ৪.৭। পরবর্তী ভূমিকম্পটি ঘটে ৩টা ৫৪ মিনিটে, যার রিখটার স্কেল ছিল ৪.৫। তবে, মায়ানমারে ক্ষতির পরিমাণ বা আঘাতের কোনো খবর পাওয়া যায়নি। স্থানীয় কর্মকর্তারা সিসমিক কার্যকলাপ নিয়ে সতর্ক রয়েছেন এবং ভূমিকম্পের পরবর্তী প্রভাব সম্পর্কে আরও তথ্য সংগ্রহের কাজ চলছে।