Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

কলকাতার ইস্ট-ওয়েস্ট মেট্রোর পূর্ণাঙ্গ পরিষেবা

banner

journalist Name : Bidisha Karmakar

#Pravati Sangbad Digital Desk :

কলকাতার ইস্ট-ওয়েস্ট মেট্রো সম্প্রতি যাত্রীদের মধ্যে বিশেষ জনপ্রিয়তা লাভ করেছে। বিশেষ করে হাওড়া থেকে এসপ্ল্যানেড রুটে মেট্রো পরিষেবা চালু হওয়ার পর থেকেই যাত্রী সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। অপরদিকে, বহুদিন আগে চালু হওয়া শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ রুটেও ভালোই যাত্রী সংখ্যা রয়েছে। কিন্তু একদম হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত যদি পূর্ণাঙ্গ পরিষেবা চালু হয়, তবে এই রুটে যাত্রী সংখ্যা আরও অনেক বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।


টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, ১৬.৬ কিমি দীর্ঘ ইস্ট-ওয়েস্ট মেট্রো লাইনের পূর্ণাঙ্গ পরিষেবা ১৫ এপ্রিল, পয়লা বৈশাখের দিনেই চালু হতে পারে। যদিও ইঞ্জিনিয়ারদের মধ্যে এই বিষয়ে কিছু দ্বিধাবিভক্ত মতামত রয়েছে, কিন্তু মেট্রো কর্তৃপক্ষ আশা করছে, অতি শিগগিরই সকল প্রস্তুতি সম্পন্ন হয়ে যাবে। এই নতুন পরিষেবার ফলে কলকাতাবাসী সাধারণত আরও স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারবেন এবং শহরের বিভিন্ন প্রান্তে যোগাযোগের ক্ষেত্রে সময়ের অপচয় কম হবে। শিয়ালদা-এসপ্ল্যানেড অংশের বৌবাজার এলাকায় মেট্রোর কাজ প্রায় শেষের পথে। তবে এর আগে এই অংশে সিআরএস (কনট্রোল রেলওয়ে সুরক্ষা) সার্টিফিকেট এবং ফায়ারপ্রুফ সার্টিফিকেট প্রয়োজন হবে। সেগুলি পাওয়ার পরেই পুরো লাইনে বাণিজ্যিক পরিষেবা চালু করা সম্ভব হবে। বর্তমানে বৌবাজার অংশে সিগন্যাল টেস্ট চলছে, এবং আশা করা যাচ্ছে মার্চের দ্বিতীয় সপ্তাহের মধ্যে এই পরীক্ষা সম্পন্ন হবে। তার পরবর্তী সময়ে সুড়ঙ্গের ক্রস প্যাসেজে ফায়ারপ্রুফ দরজা বসানো হবে। এদিকে, মেট্রোর কাজের কারণে বৌবাজার এলাকায় বেশ কিছু সমস্যাও তৈরি হয়েছে। মাটির তলায় জল থাকার কারণে মেট্রোর কাজ চলাকালে বিভিন্ন বাড়ির দেওয়ালে ফাটল দেখা দিয়েছিল। ২০১৯ সালের ৩১ অগস্ট বৌবাজারে প্রথমবার ধস নেমেছিল, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছিল। এরপর, ২০২২ সালের ১১ মে এবং ১৪ অক্টোবর ফের ধস দেখা দেয়। এখনও পর্যন্ত বৌবাজারের ৭০টি বাড়ি মেট্রোর কাজের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে।

মেধাবী ভারতীয় পড়ুয়াদের চাকরি দেবে আমেরিকা !

উলেখ্য,  কলকাতা মেট্রোর এই নতুন রুটের উদ্বোধন কেবল শহরের যাতায়াত ব্যবস্থা সহজ করবে না, বরং কলকাতার পরিবহন খাতে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবেও দেখা হবে। বিশেষ করে, শহরের বিভিন্ন অঞ্চলের মধ্যে যোগাযোগ আরও সহজ হয়ে যাবে এবং যানজটের সমস্যা কিছুটা কমবে। তবে, মেট্রোর কাজের জেরে সৃষ্ট ক্ষতি এবং নিরাপত্তা পরীক্ষা সম্পন্ন না হলে এই পরিষেবা চালু হওয়া কঠিন হবে। অতএব, মেট্রোর কাজের পুরোপুরি শেষ হওয়ার পরে, কলকাতা বাসীর জন্য এক নতুন যাত্রা শুরু হতে চলেছে, যা শহরের পরিবহন ব্যবস্থার উন্নতি ঘটাবে এবং সাধারণ মানুষের চলাচলে আরও সুবিধা সৃষ্টি করবে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News