২০২৬এর বিধানসভা ভোটের আগেই বড় ঘোষণা মমতার

banner

journalist Name : Bidisha Karmakar

#Pravati Sangbad Digital Desk :

আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের লক্ষ্য এখন স্পষ্ট, এবং দলের কর্মীদের জন্য সে লক্ষ্যে দৃঢ় মনোভাব প্রকাশ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে দলের এক সভায় তৃণমূল নেত্রী বলেন, "২১৫টি আসনের কম কোনওভাবেই পাওয়া যাবে না"। 


প্রসঙ্গত,  সভায় তৃণমূল নেত্রী বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে বলেন, “আগের বার বলেছিলাম, এবারের নির্বাচন ‘দোসো পার’, আর দিল্লিতে বলেছিলাম ‘চারশো পার’। এবার হিসেব মিলিয়ে নেবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলেছেন, সেটাই ঠিক। এটা আমি আগেই বলেছিলাম, তবে আমি সব কিছু বলি না। তাঁরা যা বলতে পারে, তা আমি করতে পারি না।” তিনি আরও যোগ করেন, “আমি বলেছি, আমাদের দু’তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকবে। তার বেশি আসন নিয়ে আসতে হবে। বিজেপির জামানত জব্দ করতে হবে।”এছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “এবার জামানত জব্দ করার পালা এসেছে। মিথ্যের কাছে আত্মসমর্পণ করা যাবে না। ২১৫ আসনের লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি। বর্তমানে তৃণমূলের কাছে ২২০-২১টি আসন রয়েছে, এবং বিজেপির থেকেও অনেকেই আমাদের দলে যোগদান করেছেন।” তিনি দাবি করেন, "আমরা ২১৫টি আসন পেরিয়ে আরও বেশি আসন অর্জন করতে পারব, কম হবে না। বিজেপি যেটি পেয়েছিল, তা আমরা আর পেতে দেব না।"

কালনায় হিমঘরের অ্যামোনিয়া গ্যাস বিস্ফোরণে ২ শ্রমিকের মৃত্যু

উলেখ্য,  ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পেয়েছিল ২১৪টি আসন, যেখানে বিজেপি পেয়ে ছিল ৭৭টি আসন, এবং ইসলামী ঐক্য ফ্রন্ট (ISF) পেয়েছিল ১টি আসন। মমতার এ বক্তব্য আসন্ন নির্বাচনের জন্য দলীয় কর্মীদের মধ্যে একটি শক্তিশালী মনোবল তৈরি করতে সাহায্য করবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় স্পষ্ট যে, তৃণমূল কংগ্রেস এবার আরও বেশি শক্তি নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবে এবং বিজেপির কাছে কোনোভাবেই হার মেনে নেবে না। দলীয় কর্মীদের মধ্যে এই বক্তৃতা শক্তির সঞ্চার করবে এবং আসন্ন নির্বাচনে তৃণমূল কংগ্রেসের অবস্থান আরও দৃঢ় করবে, এমনটাই মনে করা হচ্ছে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

রাজনৈতিক
Related News