Flash news
    No Flash News Today..!!
Wednesday, March 19, 2025

প্রবল বৃষ্টির কারনে ভেস্তে গেল দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়ার ম্যাচ

banner

#Pravati Sangbad Digital Desk :

মঙ্গলবার, রাওয়ালপিণ্ডিতে প্রবল বৃষ্টির কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার মধ্যে অনুষ্ঠিতব্য গুরুত্বপূর্ণ ম্যাচটি ভেস্তে গেছে। টসও করা সম্ভব হয়নি এবং একে অপরের সঙ্গে লড়াই করার সুযোগ পায়নি দুই দল। পরিণামে, দুই দল এক পয়েন্ট করে ভাগ করে নিয়েছে, ফলে গ্রুপ 'এ' এর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।


প্রসঙ্গত,ম্যাচটি ছিল সেমিফাইনালে ওঠার একটি সুবর্ণ সুযোগ। দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ১০৭ রানে হারিয়ে জয়লাভ করেছিল, আর অস্ট্রেলিয়া বিশ্বরেকর্ড গড়ে ইংল্যান্ডকে পরাস্ত করেছিল। তাই তাদের জন্য মঙ্গলবারের ম্যাচটি ছিল সেমিফাইনালের দিকে পদক্ষেপ নেওয়ার এক গুরুত্বপূর্ণ লড়াই। বর্তমানে, দক্ষিণ আফ্রিকা পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে নেট রান রেটে এগিয়ে থাকায়, তবে সেমিফাইনালে ওঠার সুযোগ পুরোপুরি উন্মুক্ত রয়েছে চার দলের জন্যই। প্রথম ম্যাচে এক পয়েন্ট পেয়ে দুই দলের সম্ভাবনা শেষ হয়নি। ফলে বৃষ্টির কারণে ম্যাচটি ভেসে যাওয়ার পর, গ্রুপ 'এ' তে উত্তেজনা বেড়ে গেছে। এখন সেমিফাইনালে সুযোগ পাওয়ার হিসাব-নিকাশ আরও জটিল এবং জমে উঠেছে।

শিবরাত্রিতে মহাকুম্ভের শেষ শাহি স্নান!কটার সময় স্নান করবেন বিস্তারিত জেনে নিন

উলেখ্য,  এটি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ 'এ' তে সবার জন্য একটি উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করেছে। টুর্নামেন্টের আগামী লড়াইগুলিতে দলগুলোকে নিজেদের পারফরম্যান্সে আরো মনোযোগী হতে হবে, কারণ যেকোনো মুহূর্তে সেমিফাইনালে ওঠার আশা ভেসে যেতে পারে।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Bidisha Karmakar

Tags:

Related News