Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

ভারতে চালু হবে সর্বোচ্চ গতির ‘হাইপারলুপ’ ট্রেন জানিয়ে দিল রেলমন্ত্রী

banner

journalist Name : Bidisha Karmakar

#Pravati Sanhbad Digital Desk :

প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে দ্রুত এবং দক্ষ যাতায়াত ব্যবস্থা আমাদের জীবনকে সহজতর করেছে। ভারতীয় রেল পরিবহণের ক্ষেত্রে এবার এসেছে এক যুগান্তকারী উদ্ভাবন হাইপারলুপ ট্রেন। গতির দুনিয়ায় এক নতুন সংযোজন হিসেবে এই ট্রেনটি এখন আলোচনার কেন্দ্রে। এর অবিশ্বাস্য গতিবেগ এবং প্রযুক্তির নিরিখে এটি রেলপথে বিপ্লব ঘটানোর ক্ষমতা রাখে।

প্রসঙ্গত,  হাইপারলুপ প্রযুক্তির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর দারুণ গতি। এই সুপারফাস্ট ট্রেনটি ঘণ্টায় ১১০০ কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম। বর্তমানে বিশ্বের সবচেয়ে দ্রুতগামী ট্রেনের গতিবেগ ঘণ্টায় ৪৫০ কিলোমিটার, কিন্তু হাইপারলুপ এই গতিকে অনেক দূরে ছাড়িয়ে গেছে। এটি মাত্র ৩০ মিনিটে দিল্লি থেকে জয়পুর পর্যন্ত পৌঁছাতে সক্ষম হবে, যেখানে বর্তমানে ট্রেনের সময় ৫-৬ ঘণ্টা পর্যন্ত। হাইপারলুপের কার্যপ্রণালী একেবারে নতুন ধরনের। এটি এক ধরনের  লো-প্রেসার টিউবের মধ্যে দিয়ে চলতে থাকে। যে কারণে বাতাসের কোনো প্রতিরোধ নেই, ফলে ট্রেনটি সহজেই দারুণ গতিতে চলতে পারে। একাধিক কামরা না হয়ে একটি একক কামরার ভিতরে ট্রেনটি চলবে। তবে, সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, এই ট্রেনটি চৌম্বক শক্তির সাহায্যে চলবে এবং লাইন থেকে কিছুটা উপরে উঠেও চলতে সক্ষম হবে। চৌম্বক শক্তি এবং কমপ্রেসড বায়ুমণ্ডলীয় অবস্থার কারণে এই ট্রেনটি একেবারে বাতাসের বাধা ছাড়াই খুব দ্রুত গতিতে চলতে পারে। এই প্রযুক্তির উন্নয়ন কাজ চলছে ভারতীয় আইআইটি মাদ্রাজ-এ। সম্প্রতি, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে হাইপারলুপ লাইনের একটি ছবি শেয়ার করেছেন, যা প্রকল্পটির বাস্তবায়ন প্রক্রিয়ার একটি সূচক। 


ইতিমধ্যেই ৪২২ মিটার দীর্ঘ একটি হাইপারলুপ লাইন তৈরি করা হয়েছে। এটি প্রকল্পের সফলতার অন্যতম মাইলফলক হিসেবে কাজ করছে। রেলমন্ত্রী জানিয়েছেন, এই প্রকল্পটির মাধ্যমে ভারতের পরিবহণ খাতে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং এটি ভারতের রেল সেবা ব্যবস্থা এক বিপ্লব ঘটাবে। হাইপারলুপ ট্রেনের প্রযুক্তি বাস্তবায়িত হলে, ভারতের রেল পরিবহণে একটি নতুন যুগের সূচনা হবে। বর্তমানে ভারতীয় রেলে চলতে থাকা সুপারফাস্ট ট্রেনগুলির গতি ঘণ্টায় ১৫০ থেকে ২০০ কিলোমিটার পর্যন্ত সীমাবদ্ধ, তবে হাইপারলুপ ট্রেন এর থেকে অনেক বেশি গতিসম্পন্ন। এই নতুন ট্রেনের মাধ্যমে নিত্যনতুন দূরত্ব অতিক্রম করা যাবে এবং যাতায়াতের খরচও হবে অনেক কম।  এছাড়া, পরিবেশবান্ধব এবং দ্রুত যাতায়াত ব্যবস্থার কারণে দেশের সড়ক পরিবহণে চাপ কমানো সম্ভব হবে, যা পরিবহণের ক্ষেত্রে একটি বড় মাইলফলক হবে।

৩৭ বছরের দাম্পত্য জীবনের ইতি টানছেন গোবিন্দা ও সুনীতা

উলেখ্য,  হাইপারলুপ, অন্যান্য সুপারফাস্ট ট্রেনের তুলনায় একটি পুরোদস্তুর ভবিষ্যত প্রযুক্তি। বিশ্বজুড়ে বিভিন্ন দেশ, যেমন যুক্তরাষ্ট্র এবং দুবাই, এই প্রযুক্তির পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে, কিন্তু ভারতের এই প্রাথমিক পদক্ষেপ বিশ্বের সামনে ভারতের প্রযুক্তিগত সক্ষমতার এক নতুন দৃষ্টান্ত স্থাপন করবে। হাইপারলুপ ট্রেন শুধু একটি যাতায়াত ব্যবস্থা নয়, এটি একটি যুগান্তকারী পরিবর্তন হবে যাতায়াতের ক্ষেত্রে। পরিবহণ খাতে ব্যাপক উন্নতি এবং দ্রুতগতি আনতে সক্ষম এই প্রযুক্তি ভারতের উন্নয়নকেও আরও একধাপ এগিয়ে নেবে। দেশের রেল খাতের জন্য এটি এক নতুন দিগন্ত উন্মোচন করবে এবং ভবিষ্যতে ভারতকে বিশ্বের অন্যতম দ্রুততম রেল পরিবহণ ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠিত করবে।


Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

দেশ
Related News