Flash news
    No Flash News Today..!!
Wednesday, March 19, 2025

চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিরুদ্ধে শতরানে বিরাট

banner

#Pravati Sangbad Digital Desk :

ক্রিকেট ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছেন ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা ব্যাটার, বিরাট কোহলি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিরুদ্ধে নিজের ব্যাটিং দক্ষতার পরিচয় দিয়ে, তিনি একে একে গড়েছেন ১২টি নজির। ১১১ বলের ইনিংসে ১০০ রান করে তিনি অপরাজিত থাকেন, আর এই ইনিংসের পথেই কোহলি একাধিক রেকর্ড সৃষ্টি করেছেন।

 কোহলির ১২ নজির:

১) দ্রুততম ১৪,০০০ রান:

পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের আগে কোহলি ১৪,০০০ রান করার জন্য মাত্র ১৫ রান প্রয়োজন ছিল। এই রান পূর্ণ করে তিনি ২৮৭ ইনিংসে ১৪,০০০ রান অর্জন করেন, যা একদিনের ক্রিকেটে দ্রুততম রানের রেকর্ড। 

২) চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বাধিক ৫০-এর বেশি রান:

কোহলি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ছ'বার ৫০ বা তার বেশি রান করেছেন, যা আগে ছিল শিখর ধাওয়ান, সৌরভ গঙ্গোপাধ্যায় ও রাহুল দ্রাবিড়ের দখলে। এই রেকর্ডে কোহলি যোগ করেছেন নিজের নাম। 

৩) আইসিসির এক দিনের প্রতিযোগিতায় সর্বাধিক ৫০-এর বেশি রান:

একদিনের বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি মিলিয়ে কোহলি ২৩ বার ৫০ বা তার বেশি রান করেছেন। সচিন তেন্ডুলকরও এই সংখ্যায় ২৩ বার সফল ছিলেন, আর এবার কোহলি তাঁর পাশে দাঁড়ালেন। 

৪) আন্তর্জাতিক ক্রিকেটে তৃতীয় সর্বাধিক রান:

কোহলি আন্তর্জাতিক ক্রিকেটে ২৭,৫০৩ রান করেছেন, যা তাঁকে রিকি পন্টিংয়ের (২৭,৪৮৩) পেছনে ঠেলে দিয়েছে। এই রানেই তিনি তৃতীয় স্থানে উঠে এসেছেন। শীর্ষে রয়েছেন সচিন তেন্ডুলকর, যার রান ৩৪,৩৫৭।

চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুতেই ঘরের মাঠে বড় হার পাকিস্তানের

৫) পাকিস্তানের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম ভারতীয় শতরান:

চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিরুদ্ধে কোনও ভারতীয় ব্যাটার শতরান করতে পারেননি। কোহলির শতরানটি পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ভারতীয় শতরান হিসেবে ইতিহাসে জায়গা পেয়েছে। 

৬) পাকিস্তানের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বাধিক রান:

পূর্বে, পাকিস্তানের বিরুদ্ধে সর্বাধিক রান ছিল সনৎ জয়সূর্যের। কোহলি ২২৪ রান করে সেই রেকর্ড ভেঙে দেন, যা এখন চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিরুদ্ধে সর্বাধিক রান। 

৭) চ্যাম্পিয়ন্স ট্রফি ও বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে একমাত্র শতরানকারী:

কোহলি একমাত্র ক্রিকেটার যিনি চ্যাম্পিয়ন্স ট্রফি ও এক দিনের বিশ্বকাপ উভয় প্রতিযোগিতায় পাকিস্তানের বিরুদ্ধে শতরান করেছেন। 

৮) আইসিসি প্রতিযোগিতায় পাকিস্তানের বিরুদ্ধে সর্বাধিক রান:

চ্যাম্পিয়ন্স ট্রফি ও এক দিনের বিশ্বকাপ মিলিয়ে কোহলি পাকিস্তানের বিরুদ্ধে ৪৩৩ রান করেছেন, যা আইসিসি প্রতিযোগিতায় পাকিস্তানের বিরুদ্ধে সর্বাধিক রান। 


৯) ভারতের হয়ে এক দিনের ক্রিকেটে সর্বাধিক ক্যাচ:

কোহলি এক দিনের ক্রিকেটে ১৫৮টি ক্যাচ ধরেছেন, যা সর্বাধিক। এতদিন এই রেকর্ড ছিল মহম্মদ আজহারউদ্দিনের দখলে। 

১০) পাকিস্তানের বিরুদ্ধে আইসিসি প্রতিযোগিতায় সবচেয়ে বেশি বার ম্যাচের সেরা:

পাকিস্তানের বিরুদ্ধে কোহলি মোট পাঁচ বার ম্যাচের সেরা হয়েছেন, যা একটি আইসিসি প্রতিযোগিতায় কোনো দলের বিরুদ্ধে সর্বাধিক সেরা পুরস্কার।

১১) কেরিয়ারে ৮২তম শতরান:

কোহলির ৮২তম শতরান আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর এক অনবদ্য কীর্তি। তিনি সচিন তেন্ডুলকরের পর দ্বিতীয় স্থান অধিকারী, যার কাছে ১৮টি শতরান কম রয়েছে।

বিরাট কোহলির এই ১২টি নজির তাকে বিশ্বের অন্যতম সেরা ব্যাটার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। চ্যাম্পিয়ন্স ট্রফির পাকিস্তান ম্যাচে তাঁর শতরান শুধুমাত্র রান তোলার একটি ঘটনা নয়, বরং একটি বিশাল রেকর্ডের অংশ যা তাঁর নামকে চিরকাল মনে রাখাবে।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Bidisha Karmakar

Tags:

Related News