Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

বিজাপুর ও কাঁকরে অঞ্চলে মাওবাদী সংঘর্ষে অন্তত ২২ জন নিহত

banner

journalist Name : Bidisha Karmakar

#Pravati Sangbad Digital Desk :

বিজাপুর এবং কাঁকরের বস্তার অঞ্চলে বৃহস্পতিবার ভয়াবহ মাওবাদী সংঘর্ষে অন্তত ২২ জন মাওবাদী নিহত হয়েছে। গুলি বিনিময়ের সময় এক নিরাপত্তা কর্মীও প্রাণ হারান। বিজাপুরে ১৮ জন মাওবাদীকে গুলি করে হত্যা করা হয়েছে, এবং এই সংখ্যা আরও বাড়তে পারে বলে সূত্রের তথ্য জানা গেছে।


নিহত নিরাপত্তা কর্মী জেলা রিজার্ভ গার্ডের সদস্য ছিলেন, যার দেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় শীঘ্রই প্রকাশ করা হবে। বিজাপুরের সংঘর্ষস্থল থেকে নিরাপত্তা বাহিনী ১৮টি মৃতদেহ, অস্ত্র এবং বিস্ফোরক উদ্ধার করেছে। অন্যদিকে, কাঁকরের সীমান্তবর্তী বনাঞ্চল থেকে ৪টি মৃতদেহও পাওয়া গেছে।  বস্তার পুলিশ জানিয়েছে, বিজাপুর এবং দান্তেওয়াড়া জেলার সীমানায় সংঘর্ষ এখনও চলছে। যৌথ বাহিনী বিজাপুরের গঙ্গালুর এলাকায় মাওবাদী বিরোধী অভিযান চালাতে গেলে মাওবাদীরা নির্বিচারে গুলি চালায়, যার পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনী। সকাল ৭টা থেকে গুলি বিনিময় চলছে। 

কলকাতা মেট্রোয় আত্মহত্যা রোধে গার্ড রেল বসানোর সিদ্ধান্ত

সূত্রের মতে, নিরাপত্তা বাহিনী মাওবাদীদের শীর্ষ নেতাদের একটি দলকে বনাঞ্চলে ঘিরে ফেলেছে। দিনশেষে মৃতদেহের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তল্লাশি অভিযান এখনও চলমান রয়েছে। কাঁকরে, অন্য একটি বাহিনী মাওবাদীদের উপস্থিতির বিষয়ে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালাচ্ছে। জেলা রিজার্ভ গার্ড এবং সীমান্ত নিরাপত্তা বাহিনীর যৌথ দল মাওবাদীদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়, যার ফলে ৪ জন মাওবাদী নিহত হয়।  সংঘর্ষস্থল থেকে স্বয়ংক্রিয় অস্ত্র এবং বিস্ফোরকসহ মাওবাদীদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উভয় সংঘর্ষ স্থলেই বিচ্ছিন্নভাবে গুলি বিনিময় অব্যাহত রয়েছে, এবং পরিস্থিতি এখনো উদ্বেগজনক। পরিস্থিতির অবনতি হতে পারে এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। নিরাপত্তা বাহিনীর তল্লাশি অভিযান চলমান রয়েছে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

দেশ
Related News