Flash news
    No Flash News Today..!!
Wednesday, April 23, 2025

আইপিএলের ‘ক্যাপ্টেন্স মিট’ হবে কোথায়?

banner

#Pravati Sangbad Digital Desk :

আইপিএল ২০২৫ শুরুর আগে সব দলের অধিনায়কদের নিয়ে অনুষ্ঠিত হতে চলা ‘ক্যাপ্টেন্স মিট’-এর আয়োজন নিয়ে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে। এটি একটি প্রথাগত সভা, যা সাধারণত সেই শহরে হয় যেখানে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়। তবে এই বছর ‘ক্যাপ্টেন্স মিট’ হবে মুম্বইয়ে, যা কিছুটা অবাক করার মতো একটি পরিবর্তন। খবর অনুযায়ী, আগামী বৃহস্পতিবার মুম্বইয়ে বোর্ডের সদর দফতরে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এটি দুপুর ১২টা থেকে শুরু হওয়ার কথা রয়েছে।


উলেখ্য,  এই বৈঠকে শুধুমাত্র অধিনায়কদেরই নয়, ১০টি দলের ম্যানেজারদেরও উপস্থিত থাকতে হবে। বিসিসিআই ইতিমধ্যেই এই বিষয়ে প্রতিটি দলকে ই-মেইল করে জানিয়েছে। এই বৈঠকটি এক ঘণ্টার হবে, যেখানে অধিনায়কদের আইপিএলে আসন্ন পরিবর্তন এবং নতুন নিয়মগুলির ব্যাপারে জানানো হবে। এই বৈঠকের পর মুম্বইয়ে একটি বিলাসবহুল হোটেলে স্পনসরদের জন্য বিশেষ একটি অনুষ্ঠানও অনুষ্ঠিত হবে, যা মোট চার ঘণ্টার জন্য অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের শেষে সব দলের অধিনায়কদের একটি ফটোশুটও থাকবে। এবারের আয়োজনের মধ্যে একটি বিশেষ দিক হলো উদ্বোধন উপলক্ষে ‘স্পিরিট অফ ক্রিকেট’-এ সমস্ত অধিনায়কের সই করা। এ বিষয়ে জানা গেছে, আগামী শুক্রবার সব দলই তাদের অধিনায়ককে এই অনুষ্ঠানে উপস্থিত রাখার পরিকল্পনা করছে।

সৌরভ গঙ্গোপাধ্যায় উদ্বিগ্ন, রোহিত শর্মাকেই নিতে হবে টেস্টে ভারতের ঘুরে দাঁড়ানোর দায়িত্ব

এছাড়া, এবারের আইপিএলে বড় কোনো চমক থাকছে কি না, তা নিয়ে নানা ধরনের জল্পনা উঠেছে। সাধারণত আয়োজক শহরেই এই ধরনের অনুষ্ঠান হয়ে থাকে, তবে এবারের কেন্দ্র বদল নিয়ে বিসিসিআইয়ের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এই পরিবর্তন কোনো বিশেষ কারণে হচ্ছে কিনা, তা নিয়ে কিছু প্রশ্ন উঠেছে। এদিকে, সব দলই তাদের অধিনায়ক ঘোষণা করে দিয়েছে, তবে দিল্লি সবচেয়ে শেষ পর্যন্ত অক্ষর পটেলের নাম ঘোষণা করেছে। অধিকাংশ অধিনায়কই নিজেদের শিবিরে যোগ দিয়েছেন। হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্স ইতিমধ্যে ভারতে এসেছেন রবিবার। বিশ্ব টেস্ট ফাইনাল থাকলেও তিনি পুরো আইপিএল খেলবেন বলে জানিয়েছেন, যা দলের জন্য একটি বড় সাফল্য। এই সমস্ত দিক থেকে ২০২৫ আইপিএল শুরু হতে যাচ্ছে এক নতুন আকর্ষণ নিয়ে, যেখানে আয়োজক শহরের পরিবর্তন এবং অধিনায়কদের নতুন উদ্যোগ সবকিছুই নজর কাড়বে ক্রিকেটপ্রেমীদের।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Bidisha Karmakar

Related News