Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

বিশ্ববাসীর নজরে সুনীতা উইলিয়মস ও বুচ উইলমোরের মহাকাশ অভিযান: ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আন্তরিক আমন্ত্রণ

banner

journalist Name : Bidisha Karmakar

#Pravati Sangbad Digital Desk :

বিশ্ব মহাকাশ গবেষণার অন্যতম চমকপ্রদ মুহূর্তে, আন্তর্জাতিক স্পেস স্টেশন (আইএসএস) থেকে পৃথিবীর উদ্দেশে পাড়ি দিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়মস এবং তাঁর সহকর্মী বুচ উইলমোর। বুধবার রাত সাড়ে তিনটে নাগাদ ফ্লোরিডার উপকূলের জলভাগে তাঁদের রকেটের অবতরণের কথা। দীর্ঘ ৯ মাস পর, এই দুই নভোচরের পৃথিবীতে ফিরে আসার অপেক্ষায় রয়েছেন গোটা বিশ্বের মানুষ। 


প্রসঙ্গত,  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে সুনীতা উইলিয়মসকে একটি বিশেষ চিঠি পাঠানো হয়েছে, যেখানে তাঁকে ভারতে আসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। চিঠিতে প্রধানমন্ত্রী লিখেছেন, "আপনি যতই বহু মাইল দূরে থাকুন, আমাদের হৃদয়ের খুব কাছেই থাকবেন।" তিনি আরও যোগ করেন, "এদেশের অন্যতম বর্ণময় কন্যাকে আমন্ত্রণ জানাতে পারলে তা এদেশের জন্য গৌরবের হবে।"এটি একটি অনন্য মহাকাশ অভিযান, যেটি ২০২৪ সালের জুন মাসে শুরু হয়েছিল। নাসার দুই অভিজ্ঞ নভোচর, সুনীতা উইলিয়মস এবং বুচ উইলমোর, মার্কিন সংস্থা স্টারলাইনারের রকেটে চড়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাড়ি দিয়েছিলেন। তাঁদের রিটার্ন পরিকল্পনা ছিল আটদিনের, কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে তা দীর্ঘায়িত হয়ে ৯ মাসে পরিণত হয়।  

ভিকি কৌশল এবং রশ্মিকা মন্দনা অভিনীত 'ছাভা' বক্স অফিসে রেকর্ড গড়ছে, ৫৬২.৬৫ কোটি টাকার আয়!

উলেখ্য, মহাকাশে আটকে থাকার পর, এলন মাস্কের পাঠানো ফ্যালকন নাইন রকেটে করে মঙ্গলবার ভারতীয় সময় সকাল ১০টা ৩৫ মিনিটে তাঁরা পৃথিবীর দিকে রওনা দিয়েছেন। নাসার সময় অনুযায়ী, মঙ্গলবার রাত ৯টা ১১ মিনিটে (ভারতীয় সময় রাত ২টা ৪১) রকেটটি পৃথিবীর কক্ষপথে প্রবেশ করেছে এবং আবর্তন শুরু করেছে। এরপর প্রায় রাত ৯টা ৫৭ মিনিট (ভারতীয় সময় রাত ৩টা ২৭) রকেটটি ফ্লোরিডার উপকূলে অবতরণ করার কথা।   সব কিছু ঠিকঠাক থাকলে, সুনীতা উইলিয়মস এবং বুচ উইলমোর সফলভাবে মহাকাশ মিশন শেষ করে, পৃথিবীর বুকে ফিরে আসবেন এবং তাঁদের সহকর্মীরা উৎসবে মেতে উঠবেন। এমনকি মহাকাশের সীমাহীন অন্ধকারেও, ভারতীয় বংশোদ্ভূত সুনীতা উইলিয়মসের এই সাফল্য দেশবাসীর জন্য এক গর্বের বিষয় হয়ে উঠেছে, যা মহাকাশ অভিযানের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

বিজ্ঞান
Related News