Flash news
    No Flash News Today..!!
Wednesday, April 23, 2025

আইপিএল ২০২৫ উদ্বোধনী অনুষ্ঠান: ইডেনে জমবে এক নজরকাড়া উৎসব

banner

#Pravati Sangbad Digital Desk :

আর মাত্র কয়েকটা দিন অপেক্ষা! তারপরেই শুরু হবে ক্রিকেটের মহাযুদ্ধ—আইপিএল ২০২৫। এবারের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (আরসিবি)। যেখানে একদিকে গতবারের চ্যাম্পিয়ন কেকেআর, অন্যদিকে আইপিএল শিরোপা অধরা রয়ে গেছে আরসিবির, সুতরাং ম্যাচের উত্তেজনা থাকবে তুঙ্গে। তবে, একে অপরকে আঘাত করতে প্রস্তুত থাকা ক্রিকেটারদের মাঝে আরেকটি ব্যাপারেও রয়েছে উন্মাদনা—এবং সেটা হলো, উদ্বোধনী অনুষ্ঠান।


প্রসঙ্গত,  ইডেনে শুরু হতে যাওয়া উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতাতে হাজির হচ্ছেন বলিউডের কিছু বড় তারকা। শোনা যাচ্ছে, জনপ্রিয় অভিনেতা বরুণ ধাওয়ান এবং অভিনেত্রী শ্রদ্ধা কাপুর ইডেন গার্ডেনে পারফর্ম করবেন। কিন্তু এখানেই শেষ নয়! বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিংও থাকছেন। আগের আইপিএলে তিনি তার গানে সুরের জাদু ছড়িয়েছেন, আর এবারও ইডেনের মঞ্চে তার সুরে দর্শকদের মন্ত্রমুগ্ধ করার অপেক্ষায়। এছাড়া বলিউডের আরও বেশ কয়েকজন তারকাও পারফর্ম করবেন বলে শোনা যাচ্ছে। তবে, তাদের নাম এখনও প্রকাশিত হয়নি। তবে মোটামুটি জানা যাচ্ছে, এটি একটি জমকালো অনুষ্ঠান হতে চলেছে যা প্রায় আধ ঘণ্টা ধরে চলবে। অনুষ্ঠান শেষে, ক্রিকেট ম্যাচের উত্তেজনা শুরু হয়ে যাবে, কিন্তু তার আগে দর্শকরা পাবেন এক উপভোগ্য সঙ্গীতানুষ্ঠান।  কলকাতার সিএবি (কলকাতা ক্রিকেট অ্যাসোসিয়েশন) সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় কলকাতার জনতাকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, "এবারের উদ্বোধনী অনুষ্ঠানটি একেবারে দুরন্ত হবে। কলকাতার মানুষকে আমরা এক অসাধারণ অভিজ্ঞতা দিতে যাচ্ছি।" সুতরাং, দর্শকদের প্রস্তুতি নিতে বলছেন তিনি, যেন তারা এই জমজমাট আয়োজন মিস না করেন। 

খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টারে অভিনয় করতে এলেন সৌরভ!

অবশেষে, জমজমাট উদ্বোধনী অনুষ্ঠান শেষ হওয়ার পর মাঠে গড়াবে ম্যাচ। ইডেনে, যেখানে ব্যাটসম্যানদের দুরন্ত শট, বোলারদের জাদুকরি বল আর মাঠের উত্তেজনা থাকবে—এবং সেখানে দর্শকদের বিনোদন হবে। কেকেআর এবং আরসিবির মধ্যে এই ম্যাচ যে উত্তেজনাপূর্ণ হবে, তা বলার অপেক্ষা রাখে না। একদিকে, কলকাতা নাইট রাইডার্স, গতবারের চ্যাম্পিয়ন, এবং অন্যদিকে, রॉयাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু, যারা এখনও শিরোপার স্বাদ পায়নি। সুতরাং, ক্রিকেট প্রেমীদের জন্য এক সত্যিই অসাধারণ সময় অপেক্ষা করছে। সব মিলিয়ে, আইপিএল ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠান, সঙ্গে ক্রিকেটের মহাযুদ্ধ—দর্শকদের জন্য এক দুরন্ত মিশ্রণ হতে চলেছে।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Bidisha Karmakar

Related News