Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

বিবেকানন্দ সেতু সংস্কার কাজের জন্য বাতিল বেশ কয়েকটি ট্রেন

banner

journalist Name : Bidisha Karmakar

#Pravati Sangbad Digital Desk:

জানা গেছে, আগামী ২২ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত শিয়ালদহ–ডানকুনি শাখায় ট্রেন চলাচল বন্ধ থাকবে। বালি ব্রিজ (বিবেকানন্দ সেতু)-এর গার্ডার পরিবর্তন এবং ব্যালাস্ট লাইন বসানোর জন্য এই গুরুত্বপূর্ণ কাজ চালানো হবে, যার জন্য ১০০ ঘণ্টার জন্য পুরোপুরি বন্ধ থাকবে ট্রেন চলাচল। রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সময়কালেই বালি সেতুর উপর পূর্ণ পাওয়ার ব্লক করে কাজ চলবে। এর ফলে শিয়ালদহ থেকে ডানকুনি রুটে যাত্রীদের জন্য অনেক বড়ো সমস্যা সৃষ্টি হবে। ২২ জানুয়ারি রাত ১২টা থেকে ২৭ জানুয়ারি ভোর ৪টে পর্যন্ত চলবে এই ট্রেন বন্ধের সময়সীমা।

মহাকুম্ভ মেলা ২০২৫: ১৪৪ বছর পর ঐতিহাসিক আয়োজনে প্রস্তুত প্রয়াগরাজ, যাবেন কিভাবে? থাকবেন কোথায়?

প্রসঙ্গত,  রেল কর্তৃপক্ষের নির্দেশ অনুসারে, শিয়ালদহ–ডানকুনি লোকাল ট্রেনসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মেল ও এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। বাতিল ট্রেনগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- শিয়ালদহ–ডানকুনি লোকাল, কলকাতা–পাটনা গরিব রথ এক্সপ্রেস, তেভাগা এক্সপ্রেস, শিয়ালদহ–সিউড়ি এক্সপ্রেস, ডিব্রুগড়–কলকাতা এক্সপ্রেস, শিয়ালদহ–জঙ্গিপুর রোড এক্সপ্রেস, শিয়ালদহ–আসানসোল ইন্টারসিটি, কলকাতা–বালুরঘাট এক্সপ্রেস, কলকাতা–হলদিবাড়ি এক্সপ্রেস। বাতিল হওয়া ট্রেনগুলির মধ্যে কিছু এক্সপ্রেস ট্রেন ঘুরপথে চালানো হবে। এসব ট্রেন ডানকুনির বদলে দমদম–নৈহাটি রুটে চালিত হবে। ঘুরপথে চলা ট্রেনগুলোর মধ্যে রয়েছে- জম্মু–তাওয়াই এক্সপ্রেস, বিকানের দুরন্ত এক্সপ্রেস, অনন্যা এক্সপ্রেস, শিয়ালদহ–রাজধানী এক্সপ্রেস, পদাতিক এক্সপ্রেস, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেস, দার্জিলিং মেল, শিয়ালদহ–আজমের এক্সপ্রেস, প্রতাপ এক্সপ্রেস। এই রুটে যাত্রীদের সুবিধার্থে বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে, তবে যাত্রীদেরকে এই পরিবর্তনের জন্য কিছুটা ভোগান্তির সম্মুখীন হতে হবে।


উলেখ্য,  রেল কর্তৃপক্ষ সকল যাত্রীদেরকে অনুরোধ করেছে, তারা যেন ট্রেন চলাচল বন্ধের সময়সীমা ও সংশোধিত ট্রেনের সময়সূচী সম্পর্কে আগেই জানেন এবং ভ্রমণের পরিকল্পনা অনুযায়ী প্রস্তুতি নেন। যাত্রীরা বিকল্প রুট ও সময়সূচী সম্পর্কে জানার জন্য রেলের ওয়েবসাইট ও অন্যান্য যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে পারবেন। এই ধরনের বড়ো কাজ ট্রেন চলাচলে প্রভাব ফেললেও, রেলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ভবিষ্যতে আরও উন্নত ও নিরাপদ পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে এই কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

পরিবহন
Related News