Flash News
Monday, September 22, 2025

পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তীর সুখী সংসারে নতুন অতিথির আগমন

banner

journalist Name : Bidisha Karmakar

#Pravati Sangbad Digital Desk :

টলিপাড়ায় গত বছর ২০২৪ সালে  একটি চমকপ্রদ খবর দিয়েছিলেন পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী। একে অপরের প্রতি ভালোবাসা এবং ঘনিষ্ঠ সম্পর্কের মাধ্যমে, হঠাৎই তাঁরা বিয়ে করেছিলেন, আর তা ছিল টলিপাড়ায় সবার জন্য এক বড় চমক। ২৭ নভেম্বর তাঁদের চার হাত এক হয়েছিল। তবে, তাদের সুখী সংসারের নতুন অধ্যায় শুরু হয়েছে ১৫ ফেব্রুয়ারি, ২০২৫-এ, যখন ভ্যালেন্টাইনস ডে-র পরদিন পরম-পিয়া তাঁদের ভক্তদের সুখবর দিয়েছেন।

প্রয়াত বাংলা সংগীতের এক অমূল্য রত্ন প্রতুল মুখোপাধ্যায়

উলেখ্য,  এই জুটি সামাজিক মাধ্যমে একটি কুকুর ও বিড়ালের ছবি শেয়ার করে জানিয়ে দিয়েছে যে, তাঁদের সংসারে এখন একজন খুদে মনুষ্য সন্তান আসতে চলেছে। তাদের পোষ্য সন্তান নিনা এবং বাঘা-এর সঙ্গে এ বার যোগ হতে চলেছে একটি মানব সন্তান। এই সুখবরটি শেয়ার করার সময় পিয়া চক্রবর্তী লিখেছেন, "ভ্যালেন্টাইন পার্টিতে একটু দেরি হয়ে গেল.. কারণ আমরা এটা নিয়ে ব্যস্ত ছিলাম।" এরপর পিয়া তাঁদের দুই পোষ্যের ছবি দিয়ে লেখেন:১. "এই আমরা"  ২. "এই আমাদের বড় সন্তান নিনা"  ৩. "তারপর গত বছর বাঘা এসেছিল"  ৪. "আমাদের ভালোবাসার বুদবুদ ক্রমশ বেড়ে উঠছে, শীঘ্রই এই দলে যোগদান করবে একজন মানুষ!" এটি ছিল পরম-পিয়ার কাছে একটি অতি বিশেষ মুহূর্ত। এই পোস্টের মাধ্যমে তাঁরা তাঁদের খুশি ও সন্তুষ্টি সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। তাদের এই সুখবরকে শুভেচ্ছা জানিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, মৌনী রায় সহ অনেকেই। অনুরাগীরাও তাদের নতুন জীবনের নতুন অধ্যায়ের জন্য শুভেচ্ছা জানাচ্ছেন।


সম্প্রতি এক সাক্ষাৎকারে পরমব্রত চট্টোপাধ্যায় তাঁর বিবাহিত জীবনের অনুভূতি শেয়ার করেছেন। তিনি বলেছিলেন, “বিয়ে বিষয়টা বেশ ভালোই। আমি যখন ব্যাচেলর ছিলাম তখনও বাড়ি-কেন্দ্রিক ছিলাম, কিন্তু কোথাও একটা শৃঙ্খলার অভাব ছিল। এখন সন্ধ্যার পর আর বাইরে থাকি না। পিয়া জোর করে না, কিন্তু আমারই বাইরে থাকতে ইচ্ছে করে না। আসলে নানা কাজে এত স্ট্রেসড থাকি, সেটা একটা সঙ্গী থাকলে ম্যানেজ করা অনেকটা সহজ হয়ে যায়।”এখানে স্পষ্ট যে, কাজের চাপের মধ্যেও পরমব্রত বেশ সংসারী হয়ে উঠেছেন এবং এই নতুন অতিথির আগমন তাঁদের জীবনে নতুন রঙ যোগ করবে। তাঁদের সকলের শুভেচ্ছা, ভালোবাসা এবং আনন্দের মাধ্যমে এ বার নতুন একটি অধ্যায় শুরু হতে চলেছে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

বিনোদন
Related News