আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের মাটিতে ভারতীয় দলের খেলার যে সম্ভাবনা নেই তা নিশ্চিত করল বিদেশ মন্ত্রক। আজ শুক্রবার (২৯ নভেম্বর) সাপ্তাহিক সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোয়াল এক প্রশ্নের জবাবে বলেছেন, 'আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানে খেলতে যাবে কিনা, তা নিয়ে ইতিমধ্যেই নিজেদের আবস্থান স্পষ্ট করে দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। বলিউড জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বর্যা রাই বচ্চন এর বিবাহবিচ্ছেদ !
রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, ভারতীয় দলের পাকিস্তানে যাওয়ায় মোদি সরকারের যে সায় নেই, তা স্পষ্ট করে দিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র।
এদিকে, ভারত ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের স্নায়ুযুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে অনিশ্চয়তার মেঘ জমেছে। সেই মেঘ কাটাতে আজ শুক্রবার (২৯ নভেম্বর) জরুরি বৈঠকে বসছে আইসিসির গভর্নিং বডি। ভার্চুয়াল বৈঠকেই ঠিক হবে চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য। প্রতিযোগিতা যাতে সুষ্ঠভাবে আয়োজন করা যায় তার জন্য ভারত-পাক সঙ্ঘাত নিরসনে উদ্যোগী হয়েছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড সহ একাধিক দেশের ক্রিকেট বোর্ডের কর্তারা। ভারতে আসবেন না, 'ভিসা বন্ধ করুন। ভারত বিরোধী কথা বলা বন্ধ করুন।
প্রতিযোগিতার মাত্র তিন মাস আগে দুই দেশের ক্রিকেট বোর্ডের অনমনীয় মনোভাবে যথেষ্টই চাপে পড়েছেন আইসিসির কর্তারা। জট কাটাতে তাই শুক্রবার (২৯ নভেম্বর) জরুরি বৈঠকে বসছে গভর্নিং বডি। সূত্রের খবর, বৈঠকে বিসিসিআইয়ের তরফে পাকিস্তানের বর্তমান রাজনৈতিক অস্থিরতা এবং নিরাপত্তার কারণে শ্রীলঙ্কা দলের সফরের মাঝপথে দেশে ফেরার উদাহরণ তুলে ধরা হবে। আইসিসির একটা অংশ চাইছেন, গ্রুপ লিগ খেলতে ভারতীয় দল পাকিস্তানে না গেলেও ফাইনালে উঠলে পাক মুলুকে খেলুক।