Flash news
    No Flash News Today..!!
Monday, February 10, 2025

চিকিৎসা করতে ভারতে আসবেন না চিন্ময়কাণ্ডে বাংলাদেশকে হুশিয়ারি শুভেন্দুর

banner

#Pravati Sangbad Digital Desk:

প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর থেকেই উত্তাল বাংলাদেশ। অন্তবর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকেই সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার আরও বাড়তে থাকে সে দেশে। দেশের যে যে প্রান্তে হিন্দু এলাকা রয়েছে, সেখানেই অত্যাচারিত হচ্ছেন হিন্দুরা। সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারি ঘিরে ফের উত্তপ্ত বাংলাদেশ। প্রতিবাদে শামিল সনাতন হিন্দু সমাজের প্রতিনিধি। তার রেশ আছড়ে পড়েছে এপার বাংলাতেও। সম্প্রতি সংখ্যালঘু তথা হিন্দুদের ওপর লাগাতার অত্যাচারের অভিযোগ উঠেছিল ইউনুস সরকারের উপর। গত  সোমবার ইসকনের চিন্ময়কৃষ্ণ প্রভুকে গ্রেফতার করে বাংলাদেশ সরকার। চিন্ময় প্রভুর দ্রুত মুক্তির দাবি তুলে ইউনুস সরকারকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন এ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 

বাংলাদেশে নিষিদ্ধ হবে ইসকন

প্রসঙ্গত, সোমবার ঢাকা বিমানবন্দর থেকে চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়। রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতার করা হয়েছে হিন্দু সন্ন্যাসীকে। চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে তাঁর জামিনের আবেদন খারিজ করে দেওয়া হয়েছে।পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন না জানানোয় সন্ন্যাসীকে বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। সোমবার হিন্দু সন্ন্যাসীর গ্রেফতারের প্রতিবাদে সরব হয়েছিল পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন না জানানোয় সন্ন্যাসীকে বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। সোমবার হিন্দু সন্ন্যাসীর গ্রেফতারের প্রতিবাদে সরব হয়েছিলেন সে দেশের হিন্দুদের একাংশ। এই পরিস্থিতিতে ভারতীয় বিদেশ মন্ত্রক জানিয়েছে, 'বাংলাদেশ প্রশাসনের কাছে আর্জি জানাচ্ছি, যাতে হিন্দু-সহ সমস্ত সংখ্যালঘুর সুরক্ষা সুনিশ্চিত করা হয়।' হিন্দুদের মতপ্রকাশের স্বাধীনতার কথাও উল্লেখ করেছে নয়াদিল্লি।

উলেখ্য, চিন্ময়কৃষ্ণকে নি:শর্ত মুক্তির দাবিতে এদিন কলকাতার রবীন্দ্র সদন থেকে বাংলাদেশে ডেপুটি হাই কমিশনের দফতর পর্যন্ত মিছিল করেন বিজেপি নেতারা। মিছিল শেষে হাই কমিশনে যান শুভেন্দু-সহ কয়েক জন বিজেপি বিধায়ক। কমিশনের অফিস থেকে বেরিয়ে ক্ষোভ উগরে দেন শুভেন্দু। ভিসা বন্ধের আবেদন জানানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা। বলেছেন, 'ভিসা দেওয়া বন্ধ করুন।ভারত বিরোধী কথা বলা বন্ধ করুন। 


প্রসঙ্গত, এদিন ডেপুটি হাই কমিশনের দফতরের ভেতরে শুভেন্দু (Suvendu Adhikari) সহ ৮ জনের প্রতিনিধি দল যান। সেখানেই তিনি দাবি করেন, অবিলম্বে ভিসা বন্ধ করতে হবে। পেট্রোপোল সহ একাধিক সীমান্ত এলাকায় আমদানি-রপ্তানী বাতিল করতে হবে। এমনকী চিকিৎসা সংক্রান্ত কারণে যাঁরা এদেশে আসছেন, তাঁদেরও মেডিকেল ভিসা বাতিল করতে হবে। ইতিমধ্যেই বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের পক্ষে সমর্থন জানানোর জন্য একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করেছে বিজেপি। আগামী সোমবার পেট্রোপোল সীমান্ত অবরোধ করার কথা জানিয়েছেন শুভেন্দু। 

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Bidisha Karmakar

Related News