Flash news
    No Flash News Today..!!
Sunday, February 9, 2025

সংখ্যালঘু নির্যাতনের জের IPL নিলামে বাংলাদেশের কোন ক্রিকেটার নেই

banner

#Pravati Sangbad Digital Desk:

একটি আশ্চর্যজনক ঘটনা, আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) মৌসুমে কোনো বাংলাদেশি ক্রিকেটার দেখা যাবে না।  বাংলাদেশের ১৩ জন খেলোয়াড় নিলামের জন্য উপলব্ধ থাকা সত্ত্বেও তাদের জন্য একটিও বিড করা হয়নি। এটি একটি উল্লেখযোগ্য অনুপস্থিতিকে চিহ্নিত করে, কারণ ২০২০ সালের পর প্রথমবারের মতো  যে কোনো বাংলাদেশী খেলোয়াড় আইপিএলে অংশগ্রহণ করবে না।  এই উন্নয়ন জল্পনা-কল্পনার জন্ম দিয়েছে, কেউ কেউ এটাকে ভারত ও বাংলাদেশের মধ্যে উত্তেজনাপূর্ণ সম্পর্কের জন্য দায়ী করেছে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB) বাংলাদেশি খেলোয়াড়দের মধ্যে প্রতিযোগিতার অভাবকে প্রাথমিক কারণ হিসেবে উল্লেখ করেছে।

সূর্যবংশীকে ১ কোটি ১০ লাখে কিনল রাজস্থান র‍্যালস

উলেখ্য, সেখান থেকে কিছুটা জায়গা পেয়েছিলেন লিটন দাস ও মুস্তাফিজুর রহমান। গত মরসুমে চেন্নাই সুপার  কিংসে খেলেছিলেন মুস্তাফিজুর। এ বার মেগা অকশনে নাম দিয়েছিলেন বাংলাদেশের এক ডজন প্লেয়ার। দল পাননি কেউই। বাংলাদেশ শূন্য আইপিএল! ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বাংলাদেশের কোনও না কোনও প্লেয়ারকে নিয়মিত সুযোগ পেতে দেখাই যায়। আইপিএলের শুরু থেকে বাংলাদেশের অনেক প্লেয়ারই খেলেছেন। ২০০৮ সালে উদ্বোধনী আইপিএলে খেলেছিলেন বাঁ হাতি স্পিনার আব্দুর রাজ্জাক। পরবর্তীতে সুযোগ পান মাশরাফি মোর্তাজা, মহম্মদ আশরাফুল, তামিম ইকবাল, সাকিব আল হাসান, লিটন দাস, মুস্তাফিজুর রহমানের মতো বাংলাদেশের ক্রিকেটাররা।  তাঁদের মধ্যে সাকিব আল হাসান আইপিএলে অন্যতম জনপ্রিয় মুখ হয়ে উঠেছিলেন।মেগা অকশনে বাংলাদেশের স্টার প্লেয়ারদের মধ্যে ছিলেন মুস্তাফিজুর রহমান, সাকিব আল হাসান, লিটন দাসরা। এ ছাড়াও নাম দিয়েছিলেন লেগ স্পিনার রিশাদ হোসেন, ব্যাটার তৌহিদ হৃদয়, পেসার তাসকিন আহমেদ। বাংলাদেশ ক্রিকেটের পরিচিত মুখ মেহদি হাসান মিরাজ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মেহদি হাসান, হাসান মাহমুদ, নাহিদ রানা। কিন্তু কোনও ফ্র্যাঞ্চাইজি বাংলাদেশের ক্রিকেটারদের নেয়নি।


প্রসঙ্গত,  বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নাজমুল আবেদিন ফাহিম বলেছেন "যে আইপিএল দলগুলি খেলোয়াড়দের তাদের যোগ্যতা এবং পারফরম্যান্সের ভিত্তিতে অগ্রাধিকার দেয়। । যদি তাদের সামর্থ্য এবং সামর্থ্য থাকে তবে তাদের নির্বাচিত করা হবে,” জেড্ডায় দু-দিনের মেগা অকশনে চূড়ান্ত তালিকায় ছিল ৫৭৭ জন ক্রিকেটারের নাম। বাংলাদেশের এক ডজন ক্রিকেটারের মধ্যে নাম ডাকা হয়েছিল মাত্র দু-জনের! যদিও কোনও ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি। বাকিদের কথা নয় বাদই দেওয়া হল, আইপিএলের ইতিহাসে অন্যতম সফল সাকিব আল হাসানের নামই ওঠেনি অকশন মঞ্চে! 

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Bidisha Karmakar

Tags:

Related News