অস্কারজয়ী সুরকার এআর রহমান ও তাঁর স্ত্রী সায়রা বানু সম্প্রতি বিবাহ বিচ্ছেদের ঘোষণা করেছেন। রহমানের স্ত্রী সায়রা বানু একটি বিবৃতি জারি করে সকলকে জানিয়েছেন সেই খবর। জানা গিয়েছে, দীর্ঘ দিনের তিক্ততাই নাকি বিচ্ছেদের কারণ। ২৯ বছরের দাম্পত্য ভেঙে যে সুরকারের জীবনে এমন একটা মোড় আসতে চলেছে, তা বোধহয় স্বপ্নেও ভাবেনি তাঁর অনুরাগীরা। । এদিকে, রহমান বিবাহ বিচ্ছেদ ঘোষণা করার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই রহমানের মিউজিক দলের বেসিস্ট মোহিনী দে নিজের বিবাহবিচ্ছেদের কথা জানান সোশ্যাল মিডিয়ায় এবং ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে তার স্বামী সঙ্গীত পরিচালক মার্ক হার্টসাচে সঙ্গে বিচ্ছেদের কথা ঘোষণা করেন তিনি। দুইয়ে দুইয়ে চার করতে ব্যস্ত হয়ে পড়েন নেটিজেনরা। সত্যি কি মোহিনীর সঙ্গে সম্পর্কের কারণে বিয়ে ভাঙার সিদ্ধান্ত নিয়েছেন রহমান ?
মঙ্গলবারই মোহিনী দে সোশ্যাল মি়ডিয়ায় একটি পোস্টে লেখেন, ভারাক্রান্ত মন নিয়ে তাঁরা আলাদা হতে চলেছেন । পারস্পরিক বোঝাপড়ার মধ্যেই এই সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা । তবে, বিচ্ছেদের পরও তাঁরা বন্ধু থাকবেন । একসঙ্গে কাজ করবেন । বিচ্ছেদের কারণ হিসেবে মোহিনী জানিয়েছেন, দু'জনেরই মনে হয়েছে, জীবন থেকে তাঁদের চাহিদা ভিন্ন । তাই আলাদা হওয়ার সিদ্ধান্ত । একইসঙ্গে মোহিনীর অনুরোধ, ইতিবাচক মানসিকতা নিয়ে তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন । তাই দয়া করে যেন তাঁদের সিদ্ধান্ত নিয়ে কাঁটাছেড়া না করা হয়”।
মোহিনী দে একজন বাঙালি । কলকাতার সঙ্গীত-প্রেমীদের কাছে পরিচিত নাম । রহমানের সঙ্গে ৪০টিরও বেশি শো করেছেন । দেশ-বিদেশের মঞ্চে গিটার হাতে ঝড় তুলেছেন । বাংলাদেশের 'গান বাংলা' সিরিজেও কাজ করেছেন । মোহিনী পোস্ট দেখে নেটিজেনরা কমেন্ট বক্স ভোরিয়ে তুলছে কেউ লিখেছেন, 'রহমানের সঙ্গে কি কিছু চলছে ?' কেউ লেখেন, রহমান ও মোহিনীর বিয়ে কি শুধু সময়ের অপেক্ষা ? আইনজীবী বলেন, 'তাঁদের বিবাহ বিচ্ছেদের আসল কারণ রহমান স্যার ইতিমধ্যেই এক্স হ্যান্ডেলে জানিয়েছে। ডিভোর্সের পথে হাঁটার সিদ্ধান্ত যে যার নিজের। মোহিনীর মনে হয়েছে এই সিদ্ধান্ত নেওয়া উচিত। তাই নিয়েছে। এখানে কেনই বা রহমানকে জড়ানো হচ্ছে?