একযুগ পরপর ফিরে আসে ৭০০ বছরের এই ঐতিহ্য সহেলা মেলা

banner

journalist Name : Bidisha karmakar

#Pravati Sangbad Digital :

সময়ের সঙ্গে বদলেছে বন্ধুত্বের ধরন। সোশ্যাল মিডিয়ার যুগে এখন এক ক্লিকেই 'ফ্রেন্ড' আবার এক ক্লিকেই 'আনফ্রেন্ড' করা যাচ্ছে। কিন্তু এই গতিশীল জীবনের মধ্যেও বিগত ১৫০ বছরের বেশী সময় ধরে উৎসব-অনুষ্ঠানের মধ্য দিয়ে একেবারে অন্যরকম বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হন বাঁকুড়া-বর্ধমান সীমান্তবর্তী দক্ষিণ দামোদর এলাকার মানুষ। 


বাংলায়  এরকম  মেলা বেশ কিছু আঞ্চলে হয়ে আসছে । তেমনই ৭০০ বছরের পুরনো একটি মেলা এখন চলছে বাঁকুড়ায় ।  এ যেনও এক অন্যরকমের মেলা। যে মেলায় খোঁজা হয় শুধুই বন্ধু। এই  মেলা প্রতি বছর বসে না। মা মনসাকে সামনে রেখে এই বন্ধুত্বের মেলবন্ধনের মেলা হয় এখানে। এই রীতি পালিত হয় বাঁকুড়ার ইন্দাস, বর্ধমানের খণ্ডঘোষের বিভিন্ন এলাকায়। এক যুগ বা ১২ বছরের মাথায় ফিরে আসে এই সহেলা মেলা। এবার হচ্ছে সরঙ্গা গ্রামে। এলাকার বাসিন্দাদের কথায়, যুগ যুগ ধরে এই মেলা চলে আসছে। ইংরেজি ১৩০০ সাল থেকে এই মেলা হয়ে আসছে। প্রসঙ্গত,  মেলায় বাঁধা হয় বন্ধুত্বের গাঁটছড়া। যেখানে একজন আরেকজনকে বরণ করে নেন। পালিত হয় বিবিধ উপাচার। এরপর মালা পরিয়ে দেওয়া হয় একে অপরকে। সারাজীবনের মতো পাতানো হয় 'সই' বা ‘বন্ধু’।  এতটাই জনপ্রিয় এই মেলা যে দূরদূরান্ত থেকে দলে দলে লোক আসেন সই পাতাতে বা সই পাতানো দেখতে। যে কেউই বন্ধু হতে পারেন বা একজন মনে করলে একাধিক বন্ধুত্ব করতে পারেন। এছাড়াও মেলায় অন্যান্য আকর্ষণ হিসেবে থাকে যাত্রা, ছৌ নাচ, গানের অনুষ্ঠান। গত সোমবার শুরু হয়েছে এই মেলা এবং তা তিনদিন ধরে চলবে।


Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

সংস্কৃতি উৎসব
Related News