টুর্নামেন্ট থেকে নাম সরিয়ে নিলেন দাবাড়ু ম্যাগনাস কার্লসেন! কিন্তু কেন?

banner

journalist Name : Bidisha Karmakar

#Pravati Sangbad Digital Desk:

গত বার বিশ্ব র‍্যাপিড এবং ব্লিৎজ় চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন ম্যাগনাস কার্লসেন। কিন্তু এই বছর ব্লিৎজ় থেকে নাম সরিয়ে নিলেন বিশ্বের এক নম্বর দাবাড়ু। কেন এমনটা হল?  জিন্স পরে দাবা খেলতে গেছিলেন ম্যাগনাস কার্লসেন। এর জন্য তাকে জরিমানা করা হয় এবং পরে FIDE এর ড্রেস কোড লঙ্ঘন করার জন্য  ব্লিটজ দাবা প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করা হয়। জিন্স পরার জন্য ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কার্লসনকে ২০০ ডলার জরিমানা করা হয়েছিল। 

ফের কমলো সোনার দাম!

উলেখ্য, টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী জিন্স পরা নিষিদ্ধ। কিন্তু নিয়ম জানা সত্ত্বেও কেন এমনটা করলেন বিশ্বের এক নম্বর কার্লসেন? নিজেই দিলেন উত্তর। নরওয়ের এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কার্লসেন বলেন, , “FIDE-এর নিয়মে আমি ক্লান্ত। তাই তা মানতে চাইনি। এর জন্য আমার সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু আমার মনে হয় না এসব নিয়মের কোনও মানে আছে।”


প্রসঙ্গত ফিডের তরফে বলা হয়েছে, “বিশ্ব র‍্যাপিড এবং ব্লিৎজ় চ্যাম্পিয়নশিপের কিছু নিয়ম আছে। পোশাক নিয়েও আছে। সেটা সব খেলোয়াড়দের জন্যই সমান। ম্যাগনাস কার্লসেন জিন্স পরে সেই নিয়ম ভেঙেছেন। আরবিটার সেই অনিয়মের কথা জানিয়ে কার্লসেনকে জরিমানা করেছেন। তাঁকে পোশাক পরিবর্তন করে আসার কথাও বলা হয়। কিন্তু কার্লসেন তা করেননি। সেই কারণে নবম রাউন্ডে তাঁকে কারও সঙ্গে খেলতে দেওয়া হয়নি। নিয়ম সব খেলোয়াড়দের জন্যই সমান।”

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image