Flash news
    No Flash News Today..!!
Monday, July 14, 2025

Sony Bravia 55 inch স্মার্ট টিভিতে থাকছে দুর্দান্ত অফার! চলুন বিস্তারিত জেনে আসি

banner

journalist Name : Bidisha Karmakar

#Pravati Sangbad Digital Desk:

বছরের শেষে সেরা ধামাকা! অ্যামাজনের ইয়ার এন্ড সেলে Sony Bravia 55 inch Smart TV বিশাল ছাড়ে পাওয়া যাচ্ছে। এমন পরিস্থিতিতে আপনি যদি বড় ব্র্যান্ডের স্মার্ট টিভি কিনতে চান, তাহলে অ্যামাজনের এই অফার হাতছাড়া করা উচিত হবে না। 

প্রয়াত দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং

উলেখ্য, এই স্মার্ট টিভি থাকছে দুর্দান্ত আল্ট্রা এইচডি স্ক্রিন এবং ডলবি অডিও আছে। এর নাম সনি ব্রাভিয়া ২ আল্ট্রা এইচডি ৫৫ ইঞ্চি টিভি। টিভিটি ছাড়ে ১৭০০০ টাকায় বিক্রি হচ্ছে। ব্রাভিয়া২ টিভি বর্তমানে অ্যামাজনে ৫৭৯৯০ টাকায় বিক্রি হচ্ছে। সনি এই টিভিটি আসল দাম ৭৪৯৯০ টাকায়। তারপর এটি ATM এর মাধ্যমে পেমেন্ট করলে ২০০০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। অন্যদিকে, আপনি যদি পুরানো টিভি এক্সচেঞ্জ করেন তবে আপনি ২৮৩০ টাকা ছাড় পাবেন। 


প্রসঙ্গত, সনি এই ৫৫ ইঞ্চি টিভিতে আপনারা পেয়ে যাবেন গুগল টিভি, ওয়াচলিস্ট, ভয়েস সার্চ, গুগল প্লে, ক্রোমকাস্ট, এইচডিআর গেমিংয়ের পাশাপাশি অ্যাপল এয়ারপ্লে, অ্যাপল হোমকিট ও অ্যালেক্সার সাপোর্ট। আবার এতে অ্যামাজন প্রাইম, নেটফ্লিক্স এবং জি5 এর মতো ওটিটি প্ল্যাটফর্ম সাপোর্ট করবে। সনি ব্রাভিয়া এলইডি টিভিতে ৩৮৪০x২১৬০ পিক্সেল রেজোলিউশন এবং ৬০Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে আছে। এই টিভিতে ২০-ওয়াট সাউন্ড আউটপুট মিলবে, যা ওপেন বাফল স্পিকার, বেস রিফ্লেক্স স্পিকার এবং ডলবি অ্যাটমসের মতো ফিচারগুলি থাকছে।  এছারাও,  এক বছরের ওয়ারেন্টি পাওয়া যাবে। 

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News