Flash news
    No Flash News Today..!!
Wednesday, April 23, 2025

কোথায়, কবে হবে ভারত-পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ ?

banner

#Pravati Sangbad Digital Desk:

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জল্পনা অবশেষে শেষ। ইতিমধ্যে আইসিসি তরফে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি প্রকাশ করেছে। শোনা গেছে, চ্যাম্পিয়ন্স ট্রফি জন্য ভারতের ক্রিকেট এবারে নতুন খেলোয়াড় দেখা যাবে। এছারাও ভারত চলতি বছরে  আইসিসি T20 ওয়ার্ল্ডকাপ জিতেছে। 

বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন ভারতের প্রখ্যাত ব্যাডমিন্টন প্লেয়ার পিভি সিন্ধু

জানা গিয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে দল পাঠাবে না বিসিসিআই। তাই টুর্নামেন্টে ভারতের ম্যাচগুলি পাকিস্তানে আয়োজিত হওয়া সম্ভব নয়। সংবাদসংস্থা আইএএনএস'কে দেওয়া বিবৃতিতে ভেন্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সেদেশের ক্রিকেট বোর্ডের মুখপাত্র আমির মীর ৷ তিনি বলেন, "চ্যাম্পিয়ন্স ট্রফির নিরপেক্ষ ভেন্যু হিসেবে পাকিস্তান ক্রিকেট বোর্ড সংযুক্ত আরব আমিরশাহীকে বেছে নিয়েছে ৷" এছারাও তিনি আরও জানান, নিরপেক্ষ ভেন্যুর বিষয়ে পিসিবি ইতিমধ্যেই বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থাকে জানিয়েছে ৷ অর্থাৎ, ভারত এবং পাকিস্তানের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে আমিরশাহীতে ৷ ভেন্যু স্থির করার দায়িত্ব ছিল পাকিস্তানেরই কাঁধে ৷


প্রসঙ্গত, চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেবে মোট ৮টি দল। ৮টি দলকে ২টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রথম গ্রুপে ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও নিউজ়িল্যান্ড। ভারত আগামী ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে খেলবে। ২৩শে ফেব্রুয়ারি ভারত ও পাকিস্তান। এবং ২ মার্চ খেলবে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে। এই তিনটে ম্যাচই হবে দুবাইতে। চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় গ্রুপে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। এই গ্রুপের ম্যাচগুলো হবে লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডিতে। এরপর দুটো সেমিফাইনাল হবে আগামী ৪ ও ৫ মার্চ। ফাইনাল হবে ৯ মার্চ। 

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Bidisha Karmakar

Related News