কয়েক সপ্তাহ আগেই অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশের কাছে হারে ভারতের পুরুষ দল। কিন্তু মাস শেষ হওয়ার আগেই বদলা নিয়ে নিল ভারতের মহিলা দল। সাম্প্রতিক সময়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে খেলা থাকলেই তা অন্য মাত্রা পাচ্ছে। কারণ দুই দেশের সম্পর্ক আগের মতো ভালো নেই। কয়েক সপ্তাহ আগে পুরুষদের ক্রিকেটে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হতেই উজ্জীবিত হয়েছিল বাংলাদেশ। কিন্তু তার রেশ কাটার আগেই আকাশ থেকে ফের মাটিতে বাংলাদেশ।
উলেখ্য, কুয়ালালামপুরের ফাইনালে টসে জেতে বাংলাদেশ। এরপর বাংলাদেশ ভারতকে ব্যাট করতে পাঠায়। ভারতীয় ব্যাটিংয়ের মান রক্ষা করেন ওপেনার গোঙ্গাডি তৃষা। তিনি ৫২ রান লকরেন। ভারতের হয়ে দ্বিতীয় সর্বাধিক রান ১৭ মিথিলা বিনোদের। বাংলাদেশের হয়ে ৪ উইকেট নেন ফরজানা। গঙ্গাদি তৃষার হাফ-সেঞ্চুরির সুবাদে ভারত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১১৭ রান সংগ্রহ করে। তৃষা ৪৭ বলে ৫২ রান করেন এবং ৫টি চার ও ২টি ছক্কা মারেন।
প্রসঙ্গত, বাংলাদেশের হয়ে ফরজানা ইয়াসমিন ৪ ওভারে ৩১ রান করে ৪টি উইকেট তুলে নেন। ৪ ওভারে ২৩ রান করে ২টি উইকেট নেন নিশাতা আক্তার নিশি। হাবিবা ইসলাম ৪ ওভারে ২০ রান করে ১টি উইকেট সংগ্রহ করেন। উইকেট না পেলেও ৪ ওভারে মাত্রে ১২ রান করেন আনিশা। ভারতীয় বোলারদের মধ্যে আয়ুশী শুক্লা একাই নেন ৩টি উইকেট। দুটি করে উইকেট নেন পারুনিকা সিসোদিয়া ও সোনম যাদব। একটি উইকেট নেন ভিজে যোশিতা।বাংলাদেশের পক্ষে জুয়াইরিয়া ফেরদৌস করেন সর্বোচ্চ ২২ রান।