আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন টিম ইন্ডিয়ার অন্যতম নক্ষত্র অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ব্রিসবেনে তৃতীয় টেস্ট শেষ হওয়া মাত্রই অবসর ঘোষণা করলেন তিনি। কিন্তু হঠাৎ কেন অবসর নিলেন অশ্বিন? ভক্তদের মনে নানান প্রশ্ন উঠছে। গাব্বা টেস্ট ড্র হওয়ার পর সাংবাদিক বৈঠকে তিনি একথা জানিয়েছেন।
উলেখ্য, গত বুধবার ১৮ই ডিসেম্বর ব্রিসবেন টেস্ট ড্রয়ের পর রোহিত শর্মার পাশে বসে নিজের অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেন রবিচন্দ্রন অশ্বিন। এরপর সিরিজের বাকি দুই টেস্টে তাঁকে পাওয়া যাবে না। এদিন পঞ্চম দিনের খেলা চলাকালীন বিরাট কোহলির পাশে বসে আবেগতাড়িত হয়ে পড়েন তিনি। ড্রেসিংরুমে বিরাট কোহলির পাশে বসে চোখের জল মুছছিলেন। ইতিমধ্যে, 'টেস্ট ড্র ঘোষণা হওয়ার পর সরাসরি রোহিতের সঙ্গে সাংবাদিক সম্মেলনে এলেন অশ্বিন। বলেন, 'আমার এখানে আসার কথা ছিল না। আমি সবাইকে একটা সিদ্ধান্ত জানাতে এসেছি। আন্তর্জাতিক ক্রিকেটে এটাই আমার শেষ দিন। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করছি।'
প্রসঙ্গত, ৩৫ বছর বয়েসে অশ্বিন ভারতের হয়ে একাধিক রেকর্ড কায়েম করেছেন। টেস্ট ক্রিকেটে সর্বাধিক উইকেট শিকারের তালিকায় তিনি ৭ নম্বরে রয়েছেন। অশ্বিন ১০৬ টেস্ট ম্যাচে ৫৩৭ উইকেট শিকার করেছেন। ৩৭ বার এক ইনিংসে পাঁচ বা তারও বেশি উইকেট নেন। ৫৯ রানে ৭ উইকেট সেরা বোলিং পারফরম্যান্স । পাশাপাশি টেস্টে ব্যাট হাতে ৩৪৭৪ রানও করেন। ৬টি শতরান করেছেন। রয়েছে ১৪টি অর্ধশতরান। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ উইকেট শিকারি অশ্বিন। বিসিসিআই নিজেদের এক্স হ্যান্ডেলে অশ্বিনকে ধন্যবাদ জানায়। পাশাপাশি ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানায়।