Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

দ্বিতীয় সুচিত্রা সেন! ছবি দেখে থমকে গেল নেটিজেনরা

banner

journalist Name : Bidisha Karmakar

#Pravati Sangbad Digital Desk:

আজকের দিনে দাড়িয়েও তার বাঁকা হাসি প্রতিটা বাঙালির মনে জায়গা করে আছে। ঘাড় ঘুরিয়ে তাকালে থমকে যায় সময়, তিনি বাঙালির মহানায়িকা সুচিত্রা সেন। আজও তার সৌন্দর্যের কোনও তুলনা হয়না। কিন্তু সাম্প্রতিক সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে এক ছবি। সেই হাসি, সেই চাউনি দেখে কয়েক পলকের জন্য থমকে যেতে হয়েছে ফেসবুক ফিডে। এ যেনও অবিকল যেন সুচিত্রা সেন! জি বাংলার নায়িকাকে দেখে রীতিমতো হোঁচট খেলেন নেট নাগরিকরা। সাদাকালো সেই ছবি থেকে চোখ সরাতেই পারছেন না কেউ। কে এই নায়িকা?  চিনতে পারলেন?


প্রসঙ্গত, গত সোমবার রাতে পরিচালক রাজর্ষি দে সম্প্রতি তার ফেসবুকে একটি ছবি শেয়ার করেন। সেই ছবির ক্যাপশনে লেখা আছে, ”এই হাসিতেই আছে শান্তি।” প্রথম দর্শনে অনেকেই ভেবেছিলেন ছবিটি হয়তো স্বয়ং সুচিত্রা সেনের। কিন্তু আসলে তা নয় এ তো ‘মিঠিঝোরা’ সিরিয়ালের রাই! ওরফে আরাত্রিকা মাইতি (Aratrika Maity)। অভিনেত্রী নিজেও ভাবতে পারেননি তার ছবিটা এইভাবে সবার মনে দাগ কাটবে।  সেই ছবির কমেন্ট বক্সে আরাত্রিকা লেখেন, “এটা তো আমার ছবি।” পরিচালক উত্তর দেন, “এই হাসি যার, ছবি তো পৃথিবীর।” এর আগেও বিভিন্ন নায়িকা সুচিত্রা সেনের মত হয়ে ওঠা চেষ্টা করেছেন ক্যামেরার সামনে। তাদের নিয়ে ট্রোল হলেও আরাত্রিকা কিন্তু বেশ প্রশংসাই পাচ্ছেন। 

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

বিনোদন
Related News