Flash news
  1. উচ্চ রক্তচাপ কমাতে এই খাবারেই হবে কেল্লাফতে
  2. ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’: ভূতেদের হুল্লোড় আর রোমান্সে মোড়া নতুন বাংলা হরর-কমেডি
  3. আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ এর ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে ১১ থেকে ১৫ জুন ২০২৫ পর্যন্ত, লন্ডনের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে।
  4. ফের বোমাতঙ্ক! থাইল্যান্ড থেকে ভারতের পথে এয়ার ইন্ডিয়ার বিমানে চাঞ্চল্য
  5. আমেদাবাদের ভয়াবহ বিমানে উপস্থিত ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানিও
  6. ভারতের ইতিহাসে অন্যতম ভয়াবহ বিমান দুর্ঘটনা! প্রায় ২০০ যাত্রী নিয়ে ভেঙে পড়ল উড়ান
  7. গরমের অস্বস্তি থেকে রেহাই পেতে স্কুল গুলির ছুটি ঘোষণা করলো রাজ্য সরাকর
  8. "ফিটনেস না বডি শেমিং? সোশ্যাল মিডিয়ার শরীরচর্চা-সংস্কৃতি"
Sunday, June 15, 2025

ক্যান্সার রোগীদের জন্য বিনামুল্যে টিকা তৈরি করেফেলেছে রাশিয়া

banner

#Pravati Sangbad Digital Desk:

বর্তমান সময় বেশির ভাগ মানুষই ক্যান্সার রোগে আক্রান্ত। সেই রোগ থেকে বাঁচার জন্য রাশিয়ার বিজ্ঞানীরা তৈরি করে ফেলল ক্যান্সার রোগের টিকা। ২০২৫ সালে যা সকল নাগরিকদের জন্য বিনামুল্যে পাওয়া যাবে। রুশ স্বাস্থ্যমন্ত্রকের অধীনস্থ রেডিয়োলজি মেডিক্যাল রিসার্চ সেন্টারের জেনারেল ডিরেক্টর আন্দ্রে কাপ্রিন জানিয়েছেন, রাশিয়ার বিজ্ঞানীরা ‘এমআরএনএ’ বা মেসেঞ্জার আরএনএ প্রযুক্তির সাহায্যের ক্যানসারের প্রতিষেধক তৈরি করেছেন।  

এক দেশ এক নির্বাচন " বিল পাশ সংসদে, তবে কার্যকর হবে ২০৩৪ সালে

প্রসঙ্গত, গত সোমবার ১৬ই ডিসেম্বর, রাশিয়ান স্বাস্থ্য মন্ত্রক ঘোষণা করেছে যে তারা ক্যানসারের বিরুদ্ধে লড়াই করার মতো একটি টিকা তৈরি করেছে যা ২০২৫-এর শুরু থেকে রাশিয়ায় ক্যাসার রোগীদের বিনামূল্যে দেওয়া হবে। রাশিয়ার জাতীয় সংবাদমাধ্যম সংস্থা TASS জানিয়েছে, রাশিয়ান স্বাস্থ্য মন্ত্রণালয়ের রেডিয়োলজি মেডিক্যাল রিসার্চ সেন্টারের জেনারেল ডিরেক্টর আন্দ্রে কাপ্রিন একটি রাশিয়ান রেডিয়ো চ্যানেলে এই ভ্যাকসিন সম্পর্কে তথ্য দিয়েছেন। 


উল্রখ্য, এছারাও জানা গেছে, মস্কোর এপিডেমিয়োলজি অ্যান্ড মাইক্রোবায়োলজির জন্য গামলেয়া ন্যাশনাল রিসার্চ সেন্টারের পরিচালক আলেকজান্ডার গিন্টসবার্গ আগে TASS-কে বলেছিলেন যে এই ভ্যাকসিন টিউমারের বৃদ্ধিকে বাধা দিতে পারে এবং ক্যানসার ছড়িয়ে পড়া রোধ করতে পারে। এই ভ্যাকসিন এখন ক্যানসার প্রতিরোধে সাধারণ জনগণকে দেওয়ার পরিবর্তে ক্যানসার রোগীদের চিকিৎসার জন্য ব্যবহার করা হবে। এই ভ্যাকসিন প্রতিটি ধরনের ক্যানসার রোগীকে দেওয়া যেতে পারে।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Bidisha Karmakar

Related News