Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

সাম্প্রদায়িক সম্প্রীতি, একতা, শান্তির পরিবেশ এবং সামাজিক বন্ধনকে আঘাত করতে পারে" এমন মন্তব্য করা অনুচিত

banner

journalist Name : Bidisha Karmakar

#Pravati Sangbad Digital Desk:

বারবার বিতর্কের মুখে পরছেন পুরমন্ত্রী তথা ববি হাকিম। গত শনিবার এক অনুষ্ঠানের তিনি বলেন- রাজ্য ও দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের শতাংশের হিসেব তুলে ধরেন। এছারাও তিনি বলেন, 'উপরওয়ালার কৃপা থাকলে আমরা এক দিন সংখ্যাগুরুর থেকেও সংখ্যাগুরু হব'। উপরওয়ালার আশীর্বাদে এটা আমরা হাসিল করব।”। সুধু তাই নয় ‘বাংলায় আমরা ৩৩%। কিন্তু ভারতে মাত্র ১৭%। তবে আমরা নিজেদের সংখ্যালঘু ভাবি না। আমরা ভাবি, সর্বশক্তিমানের কৃপা যদি আমাদের উপরে থাকে, তা হলে আমরা এক দিন সংখ্যাগুরুর থেকেও সংখ্যাগুরু হব। তার এই মন্তব্যে  নিজের দল তথা তৃনমূল কংগ্রেস সহ বিরধি দল কড়া নিন্দা প্রকাশ করে। 


এবার তৃনমূল কংগ্রেসের এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানানো হয়, দল কোনওভাবেই ফিরহাদ হাকিমের এই মন্তব্যকে সমর্থন করে না। সমাজে শান্তি-শৃঙ্খলা, সম্প্রীতি বজায় রাখতে বদ্ধপরিকর তৃণমূল কংগ্রেস। এখানেই থেমে নয় তৃনমূল কংগ্রেসের ডেবরার বিধায়ক হুমায়ুন কবির ববি হাকিমের বক্তব্যকে সমর্থন না করে বলেছেন- "ফিরহাদ হাকিম আমাদের শ্রদ্ধেয় নেতা। সংখ্যালঘু বলতে এখানে মুসলমানদের বোঝায়। আমরা এখানে ৩৩ শতাংশ আছি। এখানে মুসলমানদের আর্থ-সামাজিক অবস্থা খুব খারাপ। এসটিদের থেকেও খারাপ। সেই অবস্থায় সংখ্যা বাড়ানো কোনও লজিক্যাল নয়। এখানে যদি দুটো বাচ্চা থাকে তাঁকে যেভাবে মানুষ করতে পারবে পাঁচটা বাচ্চা থাকলে পারবেন না।” এরপর তিনি গার্ডেনরিচের প্রসঙ্গ টেনে বলেন, “হাকিম সাহেব নিজে গার্ডেনরিচের বিধায়ক।

'বাংলার বাড়ি' প্রকল্পে প্রথম কিস্তির ৬০ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী।

সেখানে মুসলমানরা কীভাবে থাকেন জানেন না? সরু গলি। যথাযোগ্য স্যানিটাউজেশন নেই। বাথরুম নেই। জলের ব্যবস্থা নেই। এর মধ্যে থেকে খুব ভাল কিছু বেরবে না। হ্যাঁ ব্যতিক্রম তো থাকবেই। থাকার যথাপযুক্ত ব্যবস্থা না করে দিতে পারলে সংখ্যা বাড়ানোর কথা কেন আসছে?” এছারাও হুমায়ুন এক্স হ্যান্ডলে লিখেছেন-"জ়িন্দেগি লম্বি নেহি, বড়ি হোনি চাহিয়ে হুজ়ুর হাকিমজি। কোয়ান্টিটি নয়, কোয়ালিটি চাই। পাঁচ বাচ্চা, রিকশাওয়ালা, সবজিওয়ালা, ঠেলাওয়ালা, পরিযায়ী শ্রমিক, হকার না–হয়ে শিক্ষক, ডাক্তার, নিদেনপক্ষে আমার মতো পুলিশ অফিসার হওয়া ভালো নয় কি?"

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

রাজ্য রাজনৈতিক
Related News