বড়দিনের আগেই ক্রিসমাসের গিফট পেতে চলেছে বাংলার ৫০ লখ্য মানুষ। রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া প্রতিশ্রুতি আজ বাস্তবে পরিণত হতে চলেছে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে বাংলা আবাস যোজনার অর্থ প্রদানের কাজ সম্পূর্ণ হবে, এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সভাঘরে গঙ্গাসাগর মেলা নিয়ে একটি বৈঠক করবেন তিনি। কিন্তু তার আগে 'বাংলার বাড়ি' প্রকল্পে প্রথম কিস্তির ৬০ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী। এর পর ধাপে ধাপে অর্থ পাবেন আবাস যোজনার আওতায় বাড়ির মালিকরা।
উলেখ্য, রাজ্যের অর্থদপ্তর সূত্রে খবর, এই টাকা সরাসরি বাংলার মানুষদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা পোস্ট অফিসের অ্যাকাউন্টে পাঠানো হবে। প্রথম কিস্তিতে দেওয়া হবে ৬০ হাজার টাকা। পরের কিস্তিতে ৪০ হাজার টাকা। শেষ কিস্তিতে ২০ হাজার টাকা। সবমিলিয়ে প্রতি পরিবার মাথাপিছু ১ লক্ষ ২০ হাজার টাকা দেওয়া হবে। রাজ্যের ১২ লক্ষ পরিবার তথা প্রায় ৫০ লক্ষ মানুষ মাথার উপর পাকা ছাদ পাবেন এই প্রকল্পের সৌজন্যে। সেটাই বারবার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কাজ শুরু হচ্ছে।
সব ধরনের ক্রিকেট বোলিং নিষিদ্ধ বাঁহাতি শাকিব
প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের প্রচারে প্রথমবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেছিলেন, আপনারা নিজেদের অধিকারকে সামনে রেখে ভোট দিন। কেন্দ্রীয় সরকার দুর্নীতির অভিযোগ তুলে আবাসের টাকা বন্ধ করে রেখেছে বাংলায়। ১০০ দিনের কাজের টাকাও দেয়নি। সেই টাকা দিয়েছে রাজ্য সরকার। এই তালিকার স্বচ্ছতা বজায় রাখতে কিছুদিন আগে ১১ দফা নির্দেশ জারি করেছিল পঞ্চায়েত দফতর। এবার আরও একধাপ এগিয়ে রাজ্য সরকার উপভোক্তাদের সেই টাকা তুলে দিতে চলেছে। বড়দিনের আগেই অ্যাকাউন্টে এই টাকা পেতে পারেন উপভোক্তারা।