Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

কবে থেকে চালু হচ্ছে নোয়াপাড়া থেকে বারাসতের মেট্রো পরিষেবা

banner

journalist Name : Bidisha Karmakar

#Pravati Sangbad Digital Desk:

বছরের শেষে এল যাত্রীদের সুখবর। এবার নোয়াপাড়া থেকে বারাসত মেট্রো পরিষেবা কবে থেকে শুরু হবে? কম খরচে কম সময়ের মধ্যে মেট্রোয় চড়ে একস্থান থেকে অন্যস্থানে যাওয়ার মতো সুবিধা এর থেকে ভালো  নেই। বিশেষ করে অফিস যাত্রীদের কাছে খুবই জনপ্রিয় যোগাযোগ মাধ্যম হল মেট্রো।  রাজ্যের খাদ্যমন্ত্রী তথা মধ্যমগ্রামের বিধায়ক রথীন ঘোষ জানিয়েছেন, নোয়াপাড়া থেকে বারাসত মেট্রোর কাজ ছলছে। মনে করা হচ্ছে, ২০২৬ সালের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে। যদিও এই বিষয়টি নিয়ে মেট্রো কর্তৃপক্ষের তরফে নির্দিষ্টভাবে কিছু জানানো হয়নি।


উলেখ্য, মেট্রো রেলওয়ের জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডি জানান, পরিদর্শনের সময় যাতে কোনওরকম বিপত্তি না ঘটে, সেজন্য আগে থেকে পরীক্ষা-নিরীক্ষা চালানো হয় গত শনিবার। ইতিমধ্যে, মনে করা হচ্ছে যে আগামী বছরের মার্চ মাস থেকে এই পরিষেবা চালু করা হবে বলে মনে করা হয়। সবমিলিয়ে নোয়াপাড়া-বারাসত মেট্রো করিডরের মোট দৈর্ঘ্য হল ১৬ কিলোমিটার। । প্রসঙ্গত,  যে অংশে মোট চারটি স্টেশন আছে - নোয়াপাড়া, দমদম ক্যান্টনমেন্ট, যশোর রোড এবং এয়ারপোর্ট। ইতিমধ্যে, নোয়াপাড়া থেকে বারাসতে মোট ১০টি  স্টেশন আছে। সেগুলি হল- নোয়াপাড়া, দমদম ক্যান্টনমেন্ট, যশোর রোড, এয়ারপোর্ট, বিরাটি, মাইকেল নগর, নিউ ব্যারাকপুর, মধ্যমগ্রাম, হৃদয়পুর এবং বারাসত। দুটি মেট্রো লাইনের সঙ্গে যুক্ত থাকবে নোয়াপাড়া-বারাসত লাইন। নোয়াপাড়ায় যুক্ত আছে নর্থ-সাউথ করিডরের সঙ্গে। আর এয়ারপোর্ট স্টেশনে নিউ গড়িয়া-এয়ারপোর্ট মেট্রোর সঙ্গে যুক্ত আছে। যদিও এখনও এয়ারপোর্ট থেকে নিউ গড়িয়া পর্যন্ত মেট্রো পরিষেবা এখনও চালু হয়নি।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

লাইফস্টাইল
Related News