দাবার মঞ্চে নতুন ইতিহাস তৈরি করল ভারতের ১৮ বছরের গুকেশ ডোম্মারাজু। গ্যারি কাসপারভের রেকর্ড ভেঙে সবথেকে কম বয়সে বিশ্ব চ্যাম্পিয়নশিপ জয়ের নজর গড়লেন এই ভারতীয় যুবক। চিনের বর্তমান চ্যাম্পিয়ন গ্র্যান্ডমাস্টার ডিং লিরেনকে ফাইনালের ১৪তম গেমে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে নিলেন তিনি। এই জয়ের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হলেন গুকেশ। এর আগে এই তালিকায় নাম ছিল একমাত্র কিংবদন্তি বিশ্বনাথন আনন্দের।
এবার ব্যারেল ব্যারেল জ্বালানি তেল কম দামে ভারতে পাঠাবে রাশিয়া
গুকেস যেদিন বিশ্ব চ্যাম্পিয়ন হলেন, সেদিন তাঁর বয়স হল ১৮ বছর ৮ মাস ১৪ দিন। কালো ঘুঁটি নিয়ে খেলেছেন তামিলনাড়ুর এই দাবাড়ু গুকেশ । সেই মুহূর্তে আক্রমণাত্মক মনোভাব নিয়েই চিনের প্রতিযোগী। কিন্তু গুকেশও পিছিয়ে না থেকে আক্রমণাত্মক খেলায় মনোযোগ দেন। মাস্টার্স ডাটাবেসে কোনও খেলোয়াড় ফাইনালে এই টেকনিকে খেলেছেন এমন কোনও গেমের রেকর্ড পাওয়া যায়নি।
প্রসঙ্গত, এই দাবা প্রতিযোগিতাটি আয়োজন করেছিল কানাডার টরন্টোয় ক্যান্ডিডেটস। ১৪ রাউন্ড প্রতিযোগিতার পর অবশেষে সাফল্যের স্বাদ পেয়েছেন গুকেশ। ভারতীয় সময় অনুসারে গত সোমবার ভোরবেলা চ্যাম্পিয়ন হন তিনি। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের হিকারু নাকামুরার বিরুদ্ধে অন্তিম পর্বের খেলা ড্র করেন গুকেশ। আর সেইসঙ্গে গুকেশের ঝুলিতে ১৪-র মধ্যে ৯ পয়েন্ট চলে আসে। এবার শেষ মুহূর্তে সময়ের চাপে ৪৯তম চালে ভুল করে বসেন লিরেন। সুযোগ হাতছাড়া করেননি গুকেশ। অবশেষে ৫০তম চালের পর হার স্বীকার করতে বাধ্য হন লিরেন। এরসঙ্গেই মাত্র ১৮ বছর বয়সে বিশ্বজয় করলেন গুকেশ। আর সৃষ্টি হল নতুন ইতিহাস। গুকেশকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মু। তিনি লেখেন, ‘সর্বকনিষ্ঠ হিসেবে ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নশিপ জয়ের জন্য আন্তরিক শুভেচ্ছা গুকেশকে। ভারতকে অত্যন্ত গর্বিত করেছেন। গুকেশের জয় ভারতকে দাবার পাওয়ারহাউস হিসেবে প্রতিষ্ঠিত করেছে। প্রত্যেক ভারতীয়ের হয়ে আমি কামনা করি, ভবিষ্যতে আপনি আরও সাফল্য পান।’