Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

দেশে ফেরানো হচ্ছে ৭৫জন ভারতীয়কে

banner

journalist Name : Bidisha Karmakar

#Pravati Sangbad Digital Desk :

কোন দেশে কখন কি পরিস্থিতি তৈরি হয়, তা প্রায় সকলেরই অজানা থাকে। কিন্তু খারাপ পরিস্থিতি  হঠাৎ করেই তৈরি হয় বা চলে আসে। সেই পরিস্থিতিকে মোকাবিলা করাটাই আসল বিষয়। সেই খারাপ পরিস্থিতিতে এখন দাড়িয়ে আছে সিরিয়া।  

সিরিয়ায় আসাদ সরকারের পতন

প্রসঙ্গত, এই মুহূর্তে দেশ ছেরে পালিয়েছে প্রেসিডেন্ট বাশার আল আসাদ। সিরিয়ার দখল করে নিয়েছেন বিদ্রোহীরা। দেশের এই খারাপ সময় আতঙ্কে ভুগছিল কর্মরত ভারতীয়রা। সেই অবস্থাতে তাদের পাশে দাঁড়াল ভারতীয় সরকার। ইতিমধ্যে,গত মঙ্গলবার রাতে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, সিরিয়া থেকে ৭৫জন ভারতীয়কে নিরাপদে বাণিজ্যিক বিমানে করে দেশে ফেরানো হবে। সিরিয়ার সাইদা জানাব থেকে তাঁদের সীমান্ত পার করে লেবাননে নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে বাণিজ্যিক বিমানে দেশে ফেরানো হচ্ছে। সূত্রের খবর, উদ্ধার হওয়া ভারতীয়দের মধ্যে ৪৪জন জম্মু ও কাশ্মীরের বাসিন্দা। সরকারি হিসাবে সিরিয়ায় প্রায় ৯০ জন ভারতীয় ছিলেন। তাঁদের মধ্যে ১৪ জন রাষ্ট্রপুঞ্জের বিভিন্ন সংগঠনের সঙ্গে জড়িত। এই মুহূর্তে যাঁরা  এখনও সিরিয়াতে আটকে রয়েছেন তাঁদের ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে মন্ত্রকের তরফে। প্রয়োজনে +৯৬৩ ৯৯৩৩৮৫৯৭৩ হেল্পলাইন নম্বরে ফোন বা হোয়াটসঅ্যাপ করতে বলা হয়েছে। [email protected] ইমেলেও যোগাযোগ করা যাবে।    


উলেখ্য,  সিরিয়ায় গত ১৩ বছরেরও বেশি সময় ধরে গৃহযুদ্ধ চলছিল। বিগত কয়েক দিন ধরেই সিরিয়ার একের পর এক এলাকা দখল করতে শুরু করেছিল বিদ্রোহীরা। গত রবিবার সকালে রাজধানী দামাস্কাস দখল নেয় বিদ্রোহী গোষ্ঠী। দখল নিয়েই 'স্বাধীন' ঘোষণা করা হয় সিরিয়াকে। তার পরেই সপরিবারে দেশ ছেড়ে পালিয়ে যান প্রেসিডেন্ট বাশার আল আসাদ। আপাতত  তিনি ঠাঁই নিয়েছেন রাশিয়ায়।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

যুদ্ধ আন্তর্জাতিক
Related News