ফের রেল অবরোধ। এবার জোড়াই স্টেশনে। গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন ফের আন্দোলনের রাস্তায়। বাতিল বন্দে ভারতের মতো ট্রেন। এদিকে এই অবরোধের জেরে স্বাভাবিক ভাবেই উত্তর পূর্ব ভারতের সঙ্গে রেল যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে গেছে। পৃথক রাজ্যের দাবিতে অসম বাংলা সীমান্তের জোড়াই স্টেশনে শুরু হয়েছে রেল অবরোধ। সব মিলিয়ে যাত্রী ভোগান্তি ক্রমশ বাড়ছে। একাধিক দূরপাল্লার ট্রেনকে বাতিল করা হচ্ছে বলে খবর। একাধিক ট্রেনের রুট ঘুরিয়ে দেওয়া হচ্ছে। শীতকালে শরীর সুস্থ রাখতে কেমন খাবার খাবেন
কোচবিহারকে পৃথক রাজ্যের দাবিতে বুধবার সকাল থেকে কোচবিহারের জোড়াই রেল স্টেশনে অবরোধ শুরু হয়েছে। যার জেরে উত্তর-পূর্ব ভারতের রেল যোগাযোগ কার্য়ত মুখ থুবড়ে পড়েছে। উত্তর পূর্ব ফ্রন্টিয়ার রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, ১১ই ডিসেম্বর ২২২২৭ নিউ জলপাইগুড়ি গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেসকে বাতিল করা হচ্ছে।
অন্যদিকে কামাখ্যা-রাজেন্দ্রনগর এক্সপ্রেসকে ফকিরাগ্রাম-গোলকগঞ্জ-নিউ কোচবিহার-আলিপুরদুয়ার জংশন দিয়ে ঘুরিয়ে চালানো হচ্ছে, ডিব্রগড় রাজধানী এক্সপ্রেস সহ একাধিক ট্রেনকে অন্য রুট হয়ে চালানো হচ্ছে বলে এক সংবাদমাধ্যমের খবরে দাবি করা হয়েছে।
নিউ আলিপুরদুয়ার স্টেশনে হেল্প ডেক্স চালু করা হয়েছে যাত্রীদের জন্য। নিউ আলিপুরদুয়ার স্টেশনে রাজধানী এক্সপ্রেসের যাত্রীদের কোচবিহারে নিয়ে যাওয়ার জন্য বাস পরিষেবা চালু করেছে রেল । কেননা ঘুর পথে চালানো হচ্ছে রাজধানী এক্সপ্রেস। এই পরিস্থিতে যাত্রী ভোগান্তি ক্রমশ বাড়ছে। তবে রেল কর্তৃপক্ষ মোকাবিলায় চেষ্টা করছে।