মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন ও রাশিয়ার মধ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। গত রবিবার ৮ই ডিসেম্বর ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে প্রকাশিত এক বার্তায় তিনি এই সংঘাতকে "উন্মাদনা" আখ্যা দিয়ে এর দ্রুত অবসানের প্রয়োজনীয়তার কথা বলেন।
প্রসঙ্গত, ট্রাম্প বলেন, জেলেনস্কি যুদ্ধবিরতির চুক্তি করতে চান এবং এই উন্মাদনা বন্ধ করতে চান। কিয়েভ এরই মধ্যে অনেক সৈন্য হারিয়েছে। এখানে অবিলম্বে যুদ্ধবিরতি হওয়া উচিত, সেজন্য আলোচনা শুরু করা উচিত।‘ এছারাও তিনি আরও বলেন আমি ভ্লাদিমিরকে ভালো করে জানি। এটি তার কাজ করার সময়। চীন সাহায্য করতে পারে। বিশ্ব অপেক্ষায় রয়েছে! ট্রাম্পের ইউক্রেন-রাশিয়া বিষয়ক বিশেষ দূত ইতোমধ্যে যুদ্ধের অবসানের জন্য একটি প্রস্তাব দিয়েছে। প্রস্তাবে যুদ্ধবিরতি এবং ইউক্রেনের ন্যাটো সদস্যপদ বিলম্বিত করার বিষয়টি অন্তর্ভুক্ত।
রাইটার্স প্রতিবেদন থেকে জানা গিয়েছে, অবিলম্বে যুদ্ধবিরতির জন্য ট্রাম্পের আহ্বান ৪ লাখ ইউক্রেনীয় সৈন্য নিহত ও আহত হওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে হতে পারে। গত শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছিলেন যে, চলমান যুদ্ধে ইউক্রেনের ৪৩ হাজার সৈন্য নিহত এবং ৩ লাখ ৭০ হাজার সৈন্য আহত হয়েছে। এদিকে এ বৈঠকের কয়েক ঘণ্টা পরই প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বাধীন বর্তমান মার্কিন প্রশাসন ইউক্রেনের জন্য প্রায় ১০০ কোটি ডলারের সামরিক সহায়তার ঘোষণা দিয়েছেন। নতুন এই অস্ত্র সহায়তার মধ্যে রয়েছে ড্রোন, ট্যাংক, সাঁজোয়া যান, হিমার্স রকেট লঞ্চারের গোলাবারুদ এবং আর্টিলারি সিস্টেমের সরঞ্জাম ও যন্ত্রাংশ।