Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

কোমরে হাত রেখে র‍্যাম্পে হাঁটলেন বিজেপি দুই নেতা সুকান্ত ও সিন্ধিয়া

banner

journalist Name : Bidisha Karmakar

#Pravati Sangbad Digital Desk :

গত শনিবার নয়াদিল্লিতে অষ্টলক্ষ্মী মহোৎসব ফ্যাশন শো-তে ব়্যাম্পে হাজির হলেন পশ্চিমবঙ্গ BJP-র রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সারাদিনের ব্যাস্ততা রাজনীতির বাইরে ফ্যাশান শোতে দেখা গেল তাকে। শুধু এখানেই থেমে নয় তার সাথে যোগ দিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। এই অনুষ্ঠানের লক্ষ্য উত্তর-পূর্ব ভারতের টেক্সটাইল শিল্প, কারিগর কারুশিল্প এবং অনন্য ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য প্রদর্শন করা।

উলেখ্য, তাঁরা দুজনেই সেই দিন উত্তর-পূর্ব ভারতের ঐতিহ্যবাহী স্টাইলের জ্যাকেট পরে হেঁটেছিলেন  ব়্যাম্পে। সুকান্ত মজুমদারের পরনে ছিল রুপোলি সুতোর কাজ করা অফ হোয়াইট রঙের ব্লেজার। আর তারসাথে গলায়  লাল রঙের লম্বা স্কার্ফ। আর জ্যোতিরাদিত্য সিন্ধিয়া পরেছিলেন অফ হোয়াইটের সাথে কালো আর গোল্ডেন মেশানো জরির কাজ করা জ্যাকেট। তাঁর গলাতেও লালচে ধরনের একটি স্কার্ফ।

এবার সব ব্যাঙ্কই সব শনি-রবি ছুটি

প্রসঙ্গত, নয়া দিল্লির ভারত মণ্ডপমে অষ্টলক্ষ্মী মহোৎসবের অংশ ছিল এই ফ্যাশন শো। শুক্রবারেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অনুষ্ঠানের উদ্বোধন করেছিলেন। সোশ্যাল মিডিয়ায়  সেই ভিডিও পোস্ট করেন সিন্ধিয়া এবং তিনি লেখেন  ‘সংস্কৃতি এবং সৃজনশীলতার অপূর্ব মেলবন্ধন। ফ্যাশন শো-এ দুর্দান্ত সময় কাটালাম। উত্তর-পূর্ব ভারতের ঐতিহ্যবাহী পোশাক তুলে ধরার সযোগ পেলাম আমরা। প্রতিটি রাজ্যের প্রতিনিধিত্ব করেন মডেলরা। আমার সহকর্মী সুকান্তজির সঙ্গে ফ্যাশন শো-এ র়্যাম্প ওয়াক করার অভিজ্ঞতা অসাধারণ।’ 


উলেখ্য, উত্তর-পূর্বাঞ্চলের বস্ত্রশিল্প এবং GI ট্যাগপ্রাপ্ত পণ্যগুলিকে প্রদর্শনের জন্য আয়োজন করা হয়েছিল এই অষ্টলক্ষ্মী মহোৎসব ফ্যাশন শো-এর। গত শুক্রবার থেকে নয়াদিল্লির ভারত মণ্ডপে শুরু হয়েছে তিন দিন ব্যাপী এই উৎসব। সেখানে  উদযাপন করা হয়েছিল নর্থ ইস্টের ফ্যাশনকে। বিশ্বের দরবারে ভারতের এই অংশের সংস্কৃতি, ঐতিহ্য, কারুশিল্প তুলে ধরার প্রয়াস এই উৎসব। আসলে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় আটটি রাজ্য অসম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম, ত্রিপুরা এবং সিকিমকে প্রায়শই ‘অষ্টলক্ষ্মী বা সমৃদ্ধির আটটি রূপ হিসাবে উল্লেখ করা হয়। ভারতের সাংস্কৃতিক, সামাজিক ও অর্থনৈতিক কাঠামোতে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে এই রাজ্যগুলির। প্রধানমন্ত্রী এই রাজ্যগুলির একত্রে নাম রেখেছেন অষ্টলক্ষ্মী। তাঁর নামের অনুকরণেই ফ্যাশন শো-টির নাম রাখা হয়েছে অষ্টলক্ষ্মী মহোৎসব। 

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

ব্যক্তিত্ব দেশ
Related News