Flash News
  1. আমেরিকা, চিনের পরেই শক্তি সূচকে ৩ নম্বরে উঠে এল ভারত
Monday, December 1, 2025

জাতির জনকের ছবি মুছতে নতুন নোট আনছে বাংলাদেশ

banner

journalist Name : Bidisha Karmakar

#Pravati Sangbad Digital Desk:

শেখ হাসিনা পদত্যাগের পর সেই আসনে বসেন মুহাম্মদ ইউনুস। তার তরফে নতুন সিদ্ধান্ত সামনে এল। কেন্দ্রীয় ব্যাংক নতুন মুদ্রিত টাকার নোট বাজারে আনতে চলেছে শীঘ্রই, আর সেখানে থাকবে না ‘জাতির জনক’ শেখ মুজিবুর রহমানের ছবি।   


উলেখ্য,  শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদত্যাগের  মাত্র কয়েক মাসের মাথায়  বাংলাদেশের টাকা থেকে মুছে যেতে চলেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি।  বাংলাদেশ ব্যাংক-এর তরফ থেকে জানানো হয়েছে, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিতা, ‘বঙ্গবন্ধু’ শেখ মুজিবুর রহমানের ছবি ২০, ১০০, ৫০০ এবং ১,০০০ টাকার নোট থেকে পাকাপাকিভাবে মুছতে হবে। জানা গিয়েছে, বাংলাদেশ ব্যাংক নতুন নোট ছাপানোর কাজ ইতিমধ্যে শুরু করেছে যেখানে জুলাই বিদ্রোহের ছবি স্থান পেতে চলেছে। আগামী ৬ মাসের মধ্যে নতুন নোট বাজারে আসবে। নতুন নোটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোন ছবি থাকবে না। অর্থ মন্ত্রকের কর্মকর্তারা  জানিয়েছেন, প্রাথমিকভাবে চারটি নোটের নকশা পরিবর্তন করা হচ্ছে। পরবর্তী পর্যায়ে অন্য নোটগুলি ছাপানোর সময় একই রকম  ডিজাইন করা হবে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

আন্তর্জাতিক রাজনৈতিক
Related News