মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিচ্ছেন দেবেন্দ্র ফড়নবিশ ৷ আগামিকাল বৃহস্পতিবার ৫ই ডিসেম্বার রাজ্যে নতুন মহাযুতি জোট সরকারের মুখ হিসাবে শপথ নেবেন ফড়নবিশই৷ দেবেন্দ্র ফড়নবিশ বুধবার সকালে সর্বসম্মতিক্রমে মহারাষ্ট্র বিজেপি পরিষদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন ৷ তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হিসাবে তাঁর নিয়োগের পথ প্রশস্ত হয়েছে। বৃহস্পতিবার মুম্বইয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে শপথগ্রহণ অনুষ্ঠান হবে।
৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচিত্র উৎসব জেনে নিন কখন কোথায় কোন ছবি দেখানো হবে
মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন দেবেন্দ্রপ ফড়ণবীসই। বিজেপি সূত্রের খবর, একনাথ শিন্ডে এবং অজিত পওয়ার দেবেন্দ্রর ডেপুটি হতে পারেন। যদিও দেবেন্দ্রর উপমুখ্যমন্ত্রী হিসেবে কাজ করতে শিন্ডে কাজ করতে রাজি হবেন কি না, সেই নিয়ে এতদিন কাটাছেঁড়া চলছিল। গত ২৩ নভেম্বর মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির মহায়ুতি জোট, একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনা এবং অজিত পাওয়ারের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি) ২৮৮টি বিধানসভা আসনের মধ্যে ২৩০টি আসনে জয়ী হয়। এরমধ্যে বিজেপি পেয়েছে ১৩২টি আসন, শিবসেনা পেয়েছে ৫৭টি আসন এবং এনসিপি পেয়েছে ৪১টি আসন। এরপরেই একনাথ শিন্ডে স্পষ্ট করে দিয়েছেন যে তিনি পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে মনোনয়ন জমা দেবেন না। তাতেই প্রশ্ন উঠতে শুরু হয় কে হবেন মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী।এই নিয়ে শিন্ডে, ফড়নবিশ এবং অজিত পাওয়ার সঙ্গে বৈঠকে বসে বিজেপি সভাপতি জে পি নাড্ডা এবং কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ।
বিধানসভায় দলের বৈঠকের আগে বিজেপির কোর কমিটির বৈঠক হয় ৷ সেখানে ফড়নবিশকে রাজ্যের শীর্ষ পদের জন্য বাছা হয়। কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারমণ, গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি এবং দেবেন্দ্র ফড়নবিশ কোর কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন। এর আগে বিজেপি তার মহারাষ্ট্র বিধানসভা দলের বৈঠকের জন্য কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসাবে সীতারমণ এবং রূপানিকে নিয়োগ করেছিল। বিজেপি নেতা সুধীর মুনগান্টিওয়ার জানান, মহাযুতির শরিকরা রাজ্যে সরকার গঠনের দাবি জানাতে বুধবার বিকেল সাড়ে তিনটে রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণনের সঙ্গে দেখা করবে।বৃহস্পতিবার দক্ষিণ মুম্বইয়ের আজাদ ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য প্রস্তুতি পুরোদমে চলছে ৷ যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি প্রায় ২০০০ ভিভিআইপি এবং ৪০ হাজার সমর্থক উপস্থিত থাকবেন। বেশ কিছু কেন্দ্রীয় মন্ত্রী, এবং বিভিন্ন রাজ্যের ১৯ জন মুখ্যমন্ত্রী এবং উপ-মুখ্যমন্ত্রীও অনুষ্ঠানে যোগ দেবেন বলে মনে করা হচ্ছে। বিজেপি নেতা প্রসাদ লাড জানান, অনুষ্ঠানটি মহারাষ্ট্রের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত হবে। এই মেগা ইভেন্ট রাজ্য জুড়ে সরাসরি সম্প্রচার করা হবে এলইডি স্ক্রিনের মাধ্যমে ৷