Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

৭বারের বিধায়ক ও মন্ত্রীকে হারিয়ে দিলেন একজন শ্রমিক

banner

journalist Name : প্রিয়শ্রী

#Pravati Sangbad Digital Desk:

সিনেমার চিত্রনাট্যও হার মানবে ছেলের মৃত্যুর প্রতিকার চেয়ে দোরে দোরে ঘোরা অসহায় সম্বলহীন এক বাবার অসম লড়াইএর কাহিনী।

একজন ২৩-বছর-বয়সী যুবক যিনি এই বছরের এপ্রিলে সংঘটিত এক দাঙ্গার শিকার হন, তাঁর মৃত্যুর জন্য দায়ীদের শাস্তির দাবিতে এক বাবার অসম লড়াই এর কাহিনী রীতিমতো হার মানাবে সিনেমার গল্পকেও। কিছু উগ্র সাম্প্রদায়িক মানুষের তান্ডবে নির্মমভাবে নিহত হন ছত্রিশগড় রাজ্যের সাজা থানার বিরামপুর গ্রামের ভুবনেশ্বর সাহু।

ঘটনার পরে মৃত ভুবনেশ্বর সাহুর বাবা ঈশ্বর সাহু অভিযোগ করেন যে তিনি তার ছেলের মৃত্যুর উপযুক্ত বিচার পাচ্ছেন না। এমনকি অভিযুক্তদের বিরুদ্ধে তার মামলা তোলার জন্য চাপ দেয়া হচ্ছিল বলে তিনি অভিযোগ জানান। নিরন্তর প্রাণনাশের হুমকি তিনি ও তার পরিবারের লোকেরা পাচ্ছিলেন বলে জানিয়েছিলেন ঈশ্বর সাহু।


মানুষের ক্ষোভকে কৌশলে কাজে লাগানোর জন্য এগিয়ে এলো বিরোধী দল বিজেপি । পঞ্চম শ্রেণী পাস ঈশ্বর সাহুকে সব রকমের সাহায্যের আশ্বাস দেয়া হয়। বাঘেলা সরকারের সাত বার নির্বাচনে জেতা ছত্রিশগড় রাজনৈতিক স্ট্রং ম্যান হিসেবে পরিচিত তথা মন্ত্রী রবীন্দ্র চৌবের বিরুদ্ধেও ঈশ্বর সাহুকে বিধানসভা নির্বাচনের টিকিট দেয় বিজেপি। ৩ রা ডিসেম্বর প্রকাশিত নির্বাচনের ফলাফলের ভিত্তিতে জানা যায় প্রবল পতাপান্বিত রবীন্দ্র চৌবে কে প্রায় ৫ হাজারের বেশি ভোটে হারিয়ে দিয়েছেন ঈশ্বর সাহু।

ভূপেশ বাঘেল-নেতৃত্বাধীন সরকারের প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে ঈশ্বরের মত একজন সাধারণ গ্রামবাসীর রাজনৈতিক লড়াই ও কংগ্রেসের হেভিওয়েটের বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা এবং জয় ইন্টারনেটে ইতিমধ্যেই ঝড় তুলেছে। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) অনেক নেতা এবং নেটিজেনরা তার প্রচেষ্টা এবং সংকল্পের জন্য প্রশংসা করেছেন।

Related News