#Pravati Sangbad Digital Desk:
কবে পৃথিবী ধ্বংস হবে? গবেষণা করে জানিয়ে দিল বিজ্ঞানীরা
বিজ্ঞানীরা একটি চমকপ্রদ তথ্য দিয়েছেন যে একদিন মানুষ এবং প্রাণী সহ কোন জীবকূল পৃথিবীতে টিকে থাকতে পারবে না এবং একদিন পৃথিবী সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে।
ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিস্টল ইউনিভার্সিটির বিজ্ঞানীরা কম্পিউটার সিমুলেশন প্রযুক্তি ব্যবহার করে এই গবেষণা চালিয়েছেন, যা প্রকাশ করেছে যে আগামী ২৫০ মিলিয়ন বছর পরে পৃথিবীতে বন্যার সম্ভাবনা রয়েছে।
বিজ্ঞানীদের মতে, পৃথিবী থেকে মানুষ সহ সমস্ত জীবন্ত প্রাণী বিলুপ্ত হয়ে যাবে। তখন পৃথিবীর গড় তাপমাত্রা ৭০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাবে। এমন পরিবেশে পৃথিবীতে কোনও প্রাণী বা মানুষ বেঁচে থাকতে পারবে না। অত্যধিক তাপের কারণে সমস্ত প্রাণ নষ্ট হয়ে যাবে।
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিন তাদের বিলুপ্তি ঘটবেই। এটাই প্রকৃতির নিয়ম। কিন্তু পৃথিবীর ইতিহাসে কোনো কোনো সময় গণবিলুপ্তি ঘটেছে। যাকে ‘মাস এক্সটিঙ্কশন’ বলা হয়ে থাকে।
সহজভাবে বলতে গেলে কোনো প্রাকৃতিক দুর্যোগ বা মহাকাশের গ্রহাণু পৃথিবীর বুকে আছড়ে পড়ে বহু প্রজাতির বিলুপ্তি ঘটালে তাকে ‘মাস এক্সটিঙ্কশন’ বা গণবিলুপ্তি বলে।
পৃথিবীতে এ পর্যন্ত পাঁচবার এরকম বিপর্যয় ঘটেছে যা গ্রাস করেছিল গোটা প্রাণীকুলকে। এতে অধিকাংশ স্থল প্রজাতি বিলুপ্ত হয়ে যায়। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য গণবিলুপ্তিটি ঘটেছিল ৬ কোটি ৬০ লাখ বছর আগে।
একটি গ্রহাণুর আঘাতে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গিয়েছিল ডাইনোসর প্রজাতি। পৃথিবীর বুকে হেঁটে বেড়ানো এই প্রজাতির বিলুপ্তি নিয়ে এখনও গবেষণা চলছে বিভিন্ন দেশে।
আর এর কারণ কোনো গ্রহাণু নয় বরং মানব সভ্যতা নিজেই। পরিবেশ ও প্রকৃতি ধ্বংসের মাধ্যমে মানুষ নিজেই বাসযোগ্য এ পৃথিবীকে বসবাসের অনুপযোগী করে তুলছে।
নতুন এক গবেষণা বলছে, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণের পরিণাম হিসেবে পৃথিবীর পরবর্তী গণবিলুপ্তি ঘটবে। জীবাশ্ম জ্বালানির ব্যাপক ব্যবহারের ফলে এই গণবিলুপ্তি দ্রুততর হবে।